আমি পদ্ম
আমি পদ্ম জলের মধ্যখানে আমার বাস।
আমার জন্মের পর, চোখে মুখে চুমো এঁকে
বাবা এখানে আমাকে রেখে গিয়ে বলেছিলেন
আজ থেকে এখানেই তুই থাকবি
ডাঙায় অনেক রঙবে রঙের ভ্রোমর আছে,
তারা মধুর মধুর কথা বলে, ওরা বড় প্রতারক-
ওরা গুনগুনিয়ে ভালোবাসার মিষ্টি মিষ্টি গান শোনায়-
তোকেও সে গান শুনিয়ে তোর আবেগি মনে জায়গা করে নিয়ে
মধু লুফে নিয়ে উড়ে যাবে অন্য ফুলে।
কেমন করে সইবো, তোর শূন্য হৃদয়ের তিব্র যন্ত্রণা।
ওদের হাত থেকে বাঁচতে এখানেই তুই বড় ভালো থাকবি।
আমি আমার বাবার কথা মত
সেই থেকে জলের মধ্যখানে বসত শুরু করলাম
কিন্তু বাবা কি জানতো না জলে আছে
বিষধর সাপের বসত আছে কুমির!
ওরা যে আরো হিংস্র
ওদের বিষ দংসনে মুহুর্তে আমার কোমল হৃদয়
সুপ্ত তনু সব শেষ করে দিতে পারে-
তুমি কেমন করে ভুলে গেলে বাবা, তুমিও একটি ভ্রোমর
অথবা জলের ওই বিষধর সাপ ও কুমির....
তুমিও চুপি চুপি লুফেছ কোন পদ্মের মধু
মিথ্যা অঙ্গীকারে ছিন্ন-ভিন্ন করেছ পদ্মের পাপড়ী।
আমার জন্মের পর, চোখে মুখে চুমো এঁকে
বাবা এখানে আমাকে রেখে গিয়ে বলেছিলেন
আজ থেকে এখানেই তুই থাকবি
ডাঙায় অনেক রঙবে রঙের ভ্রোমর আছে,
তারা মধুর মধুর কথা বলে, ওরা বড় প্রতারক-
ওরা গুনগুনিয়ে ভালোবাসার মিষ্টি মিষ্টি গান শোনায়-
তোকেও সে গান শুনিয়ে তোর আবেগি মনে জায়গা করে নিয়ে
মধু লুফে নিয়ে উড়ে যাবে অন্য ফুলে।
কেমন করে সইবো, তোর শূন্য হৃদয়ের তিব্র যন্ত্রণা।
ওদের হাত থেকে বাঁচতে এখানেই তুই বড় ভালো থাকবি।
আমি আমার বাবার কথা মত
সেই থেকে জলের মধ্যখানে বসত শুরু করলাম
কিন্তু বাবা কি জানতো না জলে আছে
বিষধর সাপের বসত আছে কুমির!
ওরা যে আরো হিংস্র
ওদের বিষ দংসনে মুহুর্তে আমার কোমল হৃদয়
সুপ্ত তনু সব শেষ করে দিতে পারে-
তুমি কেমন করে ভুলে গেলে বাবা, তুমিও একটি ভ্রোমর
অথবা জলের ওই বিষধর সাপ ও কুমির....
তুমিও চুপি চুপি লুফেছ কোন পদ্মের মধু
মিথ্যা অঙ্গীকারে ছিন্ন-ভিন্ন করেছ পদ্মের পাপড়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ০৮/১০/২০১৭wow!
-
কে. পাল ০৮/১০/২০১৭Valo
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৮/১০/২০১৭লেখনীতে বেশ ধার আছে তো!
-
অমিত শমূয়েল সমদ্দার ০৮/১০/২০১৭ভাল লাগেছে