“কালো গোলাপ”
প্রতিটা মানুষের জীবনে আশা থাকে ভালোবাসা থাকে। কারো কানায় কানায় পূর্ণ হয় জীবন, কারো ভেঙ্গে খান খান হয় মন। চলার পথে পরিচয় হয় কত মানুষের সাথে, এদের মধ্যে কেউ জীবনে দাগ কেটে যায়, কেউ শুরুতেই হারিয়ে যায়। কিছু স্মৃতি বিস্মৃতি হয়, কিছু স্মৃতি অম্লান হয়ে রয়। কিন্তু রুপম ও সাগরিকার কি হবে? ওরা কি বিস্মৃতি হবে নাকি দুঃখ-সুখের স্মৃতির বোঝা বয়ে নিয়ে বেড়াবে আমৃত্যু? কিছু শুদ্ধ কিছু আঞ্চলিক ভাষা নিয়ে আসছে উপন্যাস “কালো গোলাপ”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/১০/২০১৭মিহি অনুভুতি
-
মধু মঙ্গল সিনহা ০৬/১০/২০১৭ভালো লাগেছে।ধন্যবাদ কবি। অপেক্ষায় রইলাম।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১০/২০১৭আচ্ছা অপেক্ষায় রইলাম।
-
আজাদ আলী ০৫/১০/২০১৭Kalo golap bah darun