www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবিকা (কথোপকথ্ন)

মাববিকা (কথোপকথন)
শাহানাজ সুলতানা

আজ নিজেকে নিজের কাছে বড্ড অপরাধী লাগছে,
অনেক দিন পর তোমাকে দেখলাম।
কেমন আছ মানবিকা?
নিশ্চই আগের থেকে ঢের ভালো?
খুব অভিমান আমার উপর তাইনা?
থাকাটাই সাভাবিক।
তুমি বিশ্বাস করবে কিনা জানিনা,
তবু বলি তোমাকে ঠকিয়ে আমি ভালোনেই মানবিকা।
- ভীরু কাপুরুষের সাথে কিসের কথা আর!
আমি কেমন আছি সে খোঁজ নিয়েই বা কি লাভ আজ তোমার?
ভাগ্য আমাকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে সেখানেই আছি।
- আমার ভুলের কি কোনো ক্ষমা নেই মানবিকা,
আমি যে আর পারছিনা?
-তোমার নিজের সৃষ্টি ভুলের মাশুল আজ আমাকে দিতে হচ্ছে,
জানিনা, এভাবে আর কতকাল কাঁদবে জীবন।
-এই সাদা শাড়িতে যে তোমাকে দেখতে হবে
কোনদিন আমি তা কল্পনাও করিনি।
-আমার কথা থাক, এখন বলো কেমন আছ নিঝুম,?
- আমাকে কাঁদিয়ে অনেক অনেক সুখে আছ জানি,
- তবু প্রশ্ন এসে যায়, তাই প্রশ্ন করা।
- আজ হঠাৎ চলতি পথে দেখা বহুদিন পর
- মানবিকা আমরা কি আমাদের সেই ফেলে আশা অতিতে......।
-না আজ আর অতীতে ফিরে তাকাতে চাই না,
ভাবি পুরন ডায়রিটায় ধুলো জমে জমে পাহাড় হয়ে যাক
তবু কেন জানি নিজের অজান্তেি সেখানে হাত চলে যায়।
-মানবিকা এভাবে যে আবার তোমার দেখতে পাব ভাবিনি।
-নিঝুম, মানুষ যা না ভাবে তাই ঘটে জীবনে,
তবে আজ তোমার সাথে দেখা না হওয়াটাই ভালো ছিল।
আজ পুরন ক্ষতটা আবার দগদগে হলো,
বলো না নিঝুম, পোড়া চোখে কেন এতো জল?
- মাননিকা আমাকে কি আর একটি সুযোগ কিছুতেই দেওয়া যায় না?
তোমার হৃদয় কি করে এতো পাষান হলো!
- তা হয় না নিঝুম, আমারি চোখের জলে আজ ঝর্ণা ধারা বয়ে চলে,
সে নিক্কনে বনের পাখি সুর তোলে তার কণ্ঠে,
পাখি জানেনা কি যে কষ্ট লুকিয়ে ...
-কেউ না জানুক আমিতো জানি মানবিকা,
আমি আপন হাতে তোমার সব কষ্ট ঘুচিয়ে দিব।
-বেশ বলেছ, যে ক্ষত তোমার সৃষ্টি
সেখানে তুমিই দেবে প্রলেপ, বাহ নিঝুম বাহ।
নিঝুম,
-হুম,
-আমার নামার সময় হয়েছে,
-এক্ষনি নামবে?
-হ্যাঁ হয়তো আর কোন দিন দেখা হবে না আমাদের
এই মায়াময় পৃথিবীর মায়ায় আমি আর বেসি দিন নেই।
যাবার বেলায় একটা কথা বলে যাই,
আজ-কাল মনে হয় তুমি খুব স্মকিং করো
যা আগে দেখনি, যদি পার ওটা ছেড়ে দিও।
তুমি তো জানো আমি স্মকিং একদম পছন করিনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবুল খায়ের ১৬/১০/২০১৭
    দারুন শিক্ষণীয় বিষয় আছে.
  • বেশ রুপক কথোপকথন । সুন্দর হয়েছে । ধন্যবাদ অশেষ ।
  • Tanju H ০২/১০/২০১৭
    অপূর্ব!!!
  • সুন্দর
  • ভালো হয়েছে।
    কিন্তু বন্ধু, আরেকবার এডিট করুন।
    কিছু মুদ্রণপ্রমাদ চোখে পড়েছে।
  • মধু মঙ্গল সিনহা ০২/১০/২০১৭
    অশ্রু বের হয়ে আসল।অন্তরিক ধন্যবাদ
  • সমির প্রামাণিক ০২/১০/২০১৭
    বাহ! বেশ সুন্দর কথন- কথোপকথন। শুভেচ্ছা রইলো।
  • আজাদ আলী ০২/১০/২০১৭
    খুব সুন্দর উপস্থাপনা। আমাকে খুব ভালো লেগেছে।
  • ভালো লাগলো,
  • মল্লিকা রায় ০২/১০/২০১৭
    এমন করে যদি মানুষ নিজের দোষ সামনে
    স্বীকার করতে পারার সাহস দেখাত...............হায় !!
    যাক্ বোঝা গেল আন্তরিক । ভাল থাকুন।
 
Quantcast