ভাবনার বেলাভূমিতে
ভাবনার বেলাভূমিতে
( বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিবেদিত)
গতবিকেলে প্রিয়তম পিতার সাথে শেষবারের মত কথা হয় ল্যান্ডফোনে
বাবা বলেছিলেন শোনো মা বিদেশের মাটিতে,
ওখেনে তোমার আপন কেউ নেই ভেবে মন খারাপ কোরো না
ধরে নাও ওরাই এখন তোমার আপনার চেয়ে আপন।
আমার নানু ভাই-নানু আপুর প্রতি বিশেষ খেয়াল রেখো
আর হেনা তো আছেই, ওর সাথে যেন আবার খুনসুটি বাঁধাও না।
আমি জানি, এই মৃত্তিকা এই সোনা বাংলা ছিলো তোমার গহনা
প্রিয় গহনা যদি অঙ্গে না থাকে অঙ্গ বড় খালি খালি লাগে।
তবু ভালো লাগতে হবে, সুন্দর লাগাতে হবে-
ভাবনার বেলাভূমিতে বারবার নেমে আসে সেই কথোপকথন
অশ্রুর বাঁধ ভাঙ্গে পোড়া দু’টি চোখে।
তোমার ব্যথা বোঝার সাধ্যি আছে কার!
কিযে যন্ত্রণায় ছটফট করে হৃদয়
ঈগলের মতো কাতারে কাতারে উড়তে থাকে।
মেঘের দেশে ভিড় করে চোখের নোনা জল
চা-সবুজের আকাশী অনন্দরে ঘাস-গালিচায় বসে
আর খেলা হবে না ছোট ভাইটির সাথে
শাড়ি রং টিপ নির্বাচনে আর জড় হবেনা ভাইয়ের বধূরা
বাদাম খেতে খেতে আর জমবে না কোনদিন
প্রাণের ভাইদের সাথে গল্পের আড্ডা।
আদরিনী মা আর আদর মাখা কণ্ঠে বলবে না
আয় মা মাথায় তেল দিয়েদি।
এতো শোক বুকে চেপে তুমি পাড়ি দিয়েছ দীঘ পথ।
আর খোদার দরবারে করেছ প্রার্থনা সে খোদা দয়াময়
আমাকে শক্তি দাও সইবার, সব ব্যথা বইবার।
এই শ্যামল দেশ আমার প্রাণ, এখানেই ঘুমিয়ে আছে
আমার দরদিনী মা-বাবা, আদরের ভাই, প্রাণের স্বজন
এই মাটি এই সুধা ঘ্রাণ এখানে ঘুমিয়ে আছে লক্ষ শহিদ।
বুকের আশ্রমে রেখে মাতাল ভূস্বামীর
মাটি কেনার দরপত্রে আমি পিছনে না দাঁড়াই।
ঝর্ণা চলার নূপুর ছন্দে তুমি আজো বয়ে চলেছ অবিরাম
শহর নগর গ্রাম ভালোবেসে
বনজ বৃষ্টির মতো আদরে ভরে দাও প্রিয় মৃত্তিকার বুক ।
20/9/2017
( বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিবেদিত)
গতবিকেলে প্রিয়তম পিতার সাথে শেষবারের মত কথা হয় ল্যান্ডফোনে
বাবা বলেছিলেন শোনো মা বিদেশের মাটিতে,
ওখেনে তোমার আপন কেউ নেই ভেবে মন খারাপ কোরো না
ধরে নাও ওরাই এখন তোমার আপনার চেয়ে আপন।
আমার নানু ভাই-নানু আপুর প্রতি বিশেষ খেয়াল রেখো
আর হেনা তো আছেই, ওর সাথে যেন আবার খুনসুটি বাঁধাও না।
আমি জানি, এই মৃত্তিকা এই সোনা বাংলা ছিলো তোমার গহনা
প্রিয় গহনা যদি অঙ্গে না থাকে অঙ্গ বড় খালি খালি লাগে।
তবু ভালো লাগতে হবে, সুন্দর লাগাতে হবে-
ভাবনার বেলাভূমিতে বারবার নেমে আসে সেই কথোপকথন
অশ্রুর বাঁধ ভাঙ্গে পোড়া দু’টি চোখে।
তোমার ব্যথা বোঝার সাধ্যি আছে কার!
কিযে যন্ত্রণায় ছটফট করে হৃদয়
ঈগলের মতো কাতারে কাতারে উড়তে থাকে।
মেঘের দেশে ভিড় করে চোখের নোনা জল
চা-সবুজের আকাশী অনন্দরে ঘাস-গালিচায় বসে
আর খেলা হবে না ছোট ভাইটির সাথে
শাড়ি রং টিপ নির্বাচনে আর জড় হবেনা ভাইয়ের বধূরা
বাদাম খেতে খেতে আর জমবে না কোনদিন
প্রাণের ভাইদের সাথে গল্পের আড্ডা।
আদরিনী মা আর আদর মাখা কণ্ঠে বলবে না
আয় মা মাথায় তেল দিয়েদি।
এতো শোক বুকে চেপে তুমি পাড়ি দিয়েছ দীঘ পথ।
আর খোদার দরবারে করেছ প্রার্থনা সে খোদা দয়াময়
আমাকে শক্তি দাও সইবার, সব ব্যথা বইবার।
এই শ্যামল দেশ আমার প্রাণ, এখানেই ঘুমিয়ে আছে
আমার দরদিনী মা-বাবা, আদরের ভাই, প্রাণের স্বজন
এই মাটি এই সুধা ঘ্রাণ এখানে ঘুমিয়ে আছে লক্ষ শহিদ।
বুকের আশ্রমে রেখে মাতাল ভূস্বামীর
মাটি কেনার দরপত্রে আমি পিছনে না দাঁড়াই।
ঝর্ণা চলার নূপুর ছন্দে তুমি আজো বয়ে চলেছ অবিরাম
শহর নগর গ্রাম ভালোবেসে
বনজ বৃষ্টির মতো আদরে ভরে দাও প্রিয় মৃত্তিকার বুক ।
20/9/2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২১/০৯/২০১৭অত্যন্ত উৎকৃষ্ট একটি রচনা। বিষয়ে আর উপস্থাপনায়। শুভেচ্ছা রইলো।
-
সাঁঝের তারা ২০/০৯/২০১৭অপূর্ব
-
এস এম আলমগীর হোসেন ২০/০৯/২০১৭চোখ দিয়ে অশ্রু বের হয়ে আসল। আজও ভাবতে হয় বঙ্গবন্ধুর মত লোকের এদেশের মাটিতে খুন হতে হল