ভালোবাসার জবান বন্দী-৩ (শেষ পর্ব)
-ওহে হৃদয়হীনা তুই কি একবারও-
নিজেকে নিজে প্রশ্ন করে দেখেছ?
তোর অস্তিত্ব আসলে কিসে?
-আমি হৃদয়হীনা!!!
-অভিমানী পাগলী আমার-
ভালোবাসা যদি বিদ্যুৎ আলো হতো,
তবে তা জ্বালাতাম তোর হৃদয় ঘরে!
দেখ এই নিয়ন বাতির শহরে
কত ঝিকিমিকি আলো ঝল-মল করে চারিদিকে,
তবুও আমি পড়ে রয়েছি অমানিশি অন্ধকারে!
-তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পরে এলে
স্পর্শহীন ভালেবাসায়।
- একলা একা অনেকটা পথ দিয়েছি পাড়ি
চল এবার ঘর বাঁধি,
অনেকটা সময় না হয় অজান্তে গেছে পেরিয়ে তাতে কি
তোকে আজ সাজিয়ে নিব অত্যাধুনিক করে,
ডিজিটালের ভিড়ে ভালোবাসার অভিসারে দুজনের মিলন হবে
চাঁদ ঝলসানো কোন এক পূর্ণিমা রাতের নিগুঢ় আঁধার!
বল তুই আসবি আমার ভাঙ্গা ঘরে?
-পাগলা আমার, তুই কি কিছুই বুঝিস না
তুই আমার পরানের পরান তোর জন্য মরতে পারি
ছাড়তে পারি ঘর,
তুই যতন করে রাখিস আমায় তোর হৃদয়ের পর।
নিজেকে নিজে প্রশ্ন করে দেখেছ?
তোর অস্তিত্ব আসলে কিসে?
-আমি হৃদয়হীনা!!!
-অভিমানী পাগলী আমার-
ভালোবাসা যদি বিদ্যুৎ আলো হতো,
তবে তা জ্বালাতাম তোর হৃদয় ঘরে!
দেখ এই নিয়ন বাতির শহরে
কত ঝিকিমিকি আলো ঝল-মল করে চারিদিকে,
তবুও আমি পড়ে রয়েছি অমানিশি অন্ধকারে!
-তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পরে এলে
স্পর্শহীন ভালেবাসায়।
- একলা একা অনেকটা পথ দিয়েছি পাড়ি
চল এবার ঘর বাঁধি,
অনেকটা সময় না হয় অজান্তে গেছে পেরিয়ে তাতে কি
তোকে আজ সাজিয়ে নিব অত্যাধুনিক করে,
ডিজিটালের ভিড়ে ভালোবাসার অভিসারে দুজনের মিলন হবে
চাঁদ ঝলসানো কোন এক পূর্ণিমা রাতের নিগুঢ় আঁধার!
বল তুই আসবি আমার ভাঙ্গা ঘরে?
-পাগলা আমার, তুই কি কিছুই বুঝিস না
তুই আমার পরানের পরান তোর জন্য মরতে পারি
ছাড়তে পারি ঘর,
তুই যতন করে রাখিস আমায় তোর হৃদয়ের পর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ১৬/১০/২০১৭ভালোবাসা নিরন্তর কবি
-
সাঁঝের তারা ১২/০৯/২০১৭বেশ ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৯/২০১৭ভালো।
-
মোনালিসা ১১/০৯/২০১৭অসাধারন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৯/২০১৭খুব ভাল।