শান্তি কপোত
শাহানাজ সুলতানা
তোমার তুলতুল নরম ছোঁয়ায়
হৃদয়ে তুলেছ ঝড় বালিকা,
একটি ফুল দুটি ফুলে
আপন খেয়ালে গেঁথেছ মালিকা।
তুমি কার লাগি গাঁথ মালা
ওগো রুপসীনী সু-নয়না
নীরব অশ্রুতে লু্কাও বুকে
কোন নীল বেদনা?
শান্তি কপোত উড়াও শুভ্র আকাশে
প্রশান্ত অনাবিল আবেশ
তোমার সুরের মূর্ছনা সৃষ্টি করো
এক মনোরম পরিবেশ।
দুধ সাদা মেঘ শরৎ কাশফুল
সিঁথিতে আবির সিঁদুর
অসহ্য প্রতিক্ষার প্রহর অকারণ
হয়ে ওঠে বেদনা বিধুর।
অশ্রুতে সিক্ত করো কুসুম কলি,
বোবা পাহাড় রূপে ঠায় ,
হেমন্তে কাজল দীঘি-পাড় জুড়ে ওড়ে
কাঁদে পানকৌড়ি হৃদয়।
সৌন্দর্য পিপাসু মন পিপাসা কাতর!
শুকালো মায়ার ফুলহার
ঘনিষ্ঠ বন্ধনসব দিব্যি অটুট আছে
তুমি হলে আবির বেদনার ।
শান্তির কপোত যাও উঠে যাও
শুভ্র আকাশে মেঘ বালিকা
রাঙায় সাত-সতের রঙ জীবন
সুখ চুমুক রাত নীহারিকা।
তোমার তুলতুল নরম ছোঁয়ায়
হৃদয়ে তুলেছ ঝড় বালিকা,
একটি ফুল দুটি ফুলে
আপন খেয়ালে গেঁথেছ মালিকা।
তুমি কার লাগি গাঁথ মালা
ওগো রুপসীনী সু-নয়না
নীরব অশ্রুতে লু্কাও বুকে
কোন নীল বেদনা?
শান্তি কপোত উড়াও শুভ্র আকাশে
প্রশান্ত অনাবিল আবেশ
তোমার সুরের মূর্ছনা সৃষ্টি করো
এক মনোরম পরিবেশ।
দুধ সাদা মেঘ শরৎ কাশফুল
সিঁথিতে আবির সিঁদুর
অসহ্য প্রতিক্ষার প্রহর অকারণ
হয়ে ওঠে বেদনা বিধুর।
অশ্রুতে সিক্ত করো কুসুম কলি,
বোবা পাহাড় রূপে ঠায় ,
হেমন্তে কাজল দীঘি-পাড় জুড়ে ওড়ে
কাঁদে পানকৌড়ি হৃদয়।
সৌন্দর্য পিপাসু মন পিপাসা কাতর!
শুকালো মায়ার ফুলহার
ঘনিষ্ঠ বন্ধনসব দিব্যি অটুট আছে
তুমি হলে আবির বেদনার ।
শান্তির কপোত যাও উঠে যাও
শুভ্র আকাশে মেঘ বালিকা
রাঙায় সাত-সতের রঙ জীবন
সুখ চুমুক রাত নীহারিকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৯/০৯/২০১৭‘শুকালো মায়ার ফুলহার’ আহারে!
-
সাঁঝের তারা ০৪/০৯/২০১৭বেশ ভাল
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৯/২০১৭আচ্ছা।
-
শ.ম. শহীদ ০৪/০৯/২০১৭চমৎকার!
এগিয়ে চলুন কবি। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৯/২০১৭বেশ ভালো। শুভেচ্ছা।
-
কামরুজ্জামান সাদ ০৪/০৯/২০১৭মেঘবালিকার শান্তি কপোত উড়ুক শুভ্র আকাশে..
-
মোনালিসা ০৪/০৯/২০১৭খুব ভাল