প্রেমার্দ্র শিশির
শাহানাজ সুলতানা
শরৎ মেঘের মত ডানা মেলেছে প্রেম, দুরন্ত যৌবন
উন্মম্না ধানের শীষে বিন্দু বিন্দু স্নিগ্ধ জল
ভোরের বাতাসে অভিমানী শিউলীর পাঁপড়ি দোলে
মুগ-মটর ক্ষেতের সবুজ আলতো ছুঁয়ে যায়
আমার হৃদয়ে তোমার স্পর্শ অহর্নিশ।
পাখিদের ঠোঁটে মহুয়া মাদক গন্ধ
দুলে দুলে যায় দুধ সাদা মেঘ
প্রেম পিয়াসী মনে প্রেমার্দ্র শিশির
নিঃসঙ্গ নক্ষত্রের জ্বালাময়ী রাত তোমাকেই আনে স্মরণে
আমি ভুলতে পারি না ।
স্মৃতি বিজড়িত সেই সব দিন
অস্থির হৃদয়ের স্বর্গীয় সুখে ঠোঁটে ঠোঁট
রাধা-কৃষ্ণ, ইউসুফ-জুলেখার প্রেম
যেন মধ্যরাতের ঢেউ জাগানি সমুদ্র সফেন
ঋতু আসে ঋতু চলে যায়
জ্বলে-জ্বলে নক্ষত্র জ্বলে পুড়ে ছাই হয় বুকের ভেতর
কত নদী বয়ে যায় ঝর্ণা ধারায়
কত ঝর্ণা হয়ে যায় পথহারা
পাহাড়ে পদচূড়া বেয়ে কত সমুদ্র মুছে যায় দিগন্তে।
একাকিনী নিঃসঙ্গতায় নৈঃশব্দের কোলাহল
বেদনায় মূমুর্ষ বুকের পাজর
মনের বিবরে আহত পাখির মত ডানা ঝাপটায়।
শরৎ মেঘের মত ডানা মেলেছে প্রেম, দুরন্ত যৌবন
উন্মম্না ধানের শীষে বিন্দু বিন্দু স্নিগ্ধ জল
ভোরের বাতাসে অভিমানী শিউলীর পাঁপড়ি দোলে
মুগ-মটর ক্ষেতের সবুজ আলতো ছুঁয়ে যায়
আমার হৃদয়ে তোমার স্পর্শ অহর্নিশ।
পাখিদের ঠোঁটে মহুয়া মাদক গন্ধ
দুলে দুলে যায় দুধ সাদা মেঘ
প্রেম পিয়াসী মনে প্রেমার্দ্র শিশির
নিঃসঙ্গ নক্ষত্রের জ্বালাময়ী রাত তোমাকেই আনে স্মরণে
আমি ভুলতে পারি না ।
স্মৃতি বিজড়িত সেই সব দিন
অস্থির হৃদয়ের স্বর্গীয় সুখে ঠোঁটে ঠোঁট
রাধা-কৃষ্ণ, ইউসুফ-জুলেখার প্রেম
যেন মধ্যরাতের ঢেউ জাগানি সমুদ্র সফেন
ঋতু আসে ঋতু চলে যায়
জ্বলে-জ্বলে নক্ষত্র জ্বলে পুড়ে ছাই হয় বুকের ভেতর
কত নদী বয়ে যায় ঝর্ণা ধারায়
কত ঝর্ণা হয়ে যায় পথহারা
পাহাড়ে পদচূড়া বেয়ে কত সমুদ্র মুছে যায় দিগন্তে।
একাকিনী নিঃসঙ্গতায় নৈঃশব্দের কোলাহল
বেদনায় মূমুর্ষ বুকের পাজর
মনের বিবরে আহত পাখির মত ডানা ঝাপটায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী শিহাব ০৩/০৯/২০১৭
-
আবু সাইদ লিপু ০১/০৯/২০১৭কবিকে শুভেচ্ছা
-
সুশান্ত বিশ্বাস ২২/০৮/২০১৭কবিতাটা অনেক সুন্দর হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৮/২০১৭ভালো লাগলো।
-
Anjon Ch.Acharjee ২২/০৮/২০১৭কবিতায় বিশেষ ভাবধারা রযেছে। চমৎকার।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৮/২০১৭কবিতায় বেশ কিছু বানান ভুল আছে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৮/২০১৭অ ন ব দ্য।
-
সুশান্ত বিশ্বাস ২১/০৮/২০১৭দারুন হয়েছে
-
সাঁঝের তারা ২১/০৮/২০১৭সুন্দর...
তোমার নেশায় লিখছি কবিতা
তুমি যে আমার সবিতা...
আপনার মন মনোমুগ্ধকর লিখনির জাদুতে সত্যি মুগ্ধ হলাম