রঙে রূপে কবিতায় (সনেত-৩)
শাহানাজ সুলতানা
সাহিত্যের রঙে রূপে দু’চোখ অবাক;
হৃদয়েরই অঙ্গনে লেগে থাকে ফাগ।
কবিতায় কবিতায় প্রেম শত শত
আপন স্রোত ধারায় বহে অবিরত।
ফুল হাসে কুটি কুটি হৃদয়ের বাগে
সব কিছুই সারাক্ষণ নতুন লাগে।
একরাশ মুগ্ধতায় জোছনা জড়ায়
ভালোলাগা পরস সে আবেশে ছড়ায়।
ফিরে আসে পাঠান্তেই, পাঠেতে আবার
পাঠকের মনটা খোঁজে কিছু পাবার
কি যেন এক নির্জাস আছে কবিতায়
সে নির্জাস মেখেছি যে আমি সারা গায়।
ঘৃণ্য সব অনাচার ফিরাতে আবার
সাহিত্য নিয়েছে ফের সেই দ্বায় ভার।
সাহিত্যের রঙে রূপে দু’চোখ অবাক;
হৃদয়েরই অঙ্গনে লেগে থাকে ফাগ।
কবিতায় কবিতায় প্রেম শত শত
আপন স্রোত ধারায় বহে অবিরত।
ফুল হাসে কুটি কুটি হৃদয়ের বাগে
সব কিছুই সারাক্ষণ নতুন লাগে।
একরাশ মুগ্ধতায় জোছনা জড়ায়
ভালোলাগা পরস সে আবেশে ছড়ায়।
ফিরে আসে পাঠান্তেই, পাঠেতে আবার
পাঠকের মনটা খোঁজে কিছু পাবার
কি যেন এক নির্জাস আছে কবিতায়
সে নির্জাস মেখেছি যে আমি সারা গায়।
ঘৃণ্য সব অনাচার ফিরাতে আবার
সাহিত্য নিয়েছে ফের সেই দ্বায় ভার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ২১/০৮/২০১৭ফাগ? বুঝিনি?
-
আব্দুল হক ২১/০৮/২০১৭সুন্দর বেশ, কথার নেই শেষ!!
-
প্রনব ২০/০৮/২০১৭বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৮/২০১৭সুন্দর।
-
সাঁঝের তারা ২০/০৮/২০১৭খুব ভালো
-
একরামুল হক ২০/০৮/২০১৭অসাধারণ একটি কবিতা .....ধন্যবাদ কবি সুন্দর একটি কবিতার জন্য