বানেভাসা মানুষের গল্প
আসছে পানি উজান থেকে
যাচ্ছে সবই ভেসে,
কান্নাকাটির বইছে মাতম
সোনার বাংলাদেশে।
কারো আশ্রয় ঘরের চালে
কেউ বা গাছের পরে
কেউবা রাঁধছে কলার ভেলায়
জল টলমল ঘরে।
বাঁচার জন্য ফিরছে খুঁজে
একটু উঁচু ঠাই
কার জায়গা কে বা মালিক
খুঁজার সময় নাই।
জীবন বাঁতে ব্যস্ত সবাই
খুঁজছে একটু ঠাই
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান
জাত ভেদাভেদ নাই।
ক্ষুধার জ্বলায় আহাজারী
ছোট্ট শিশু করে
চালের দানা নেই ঘরেতে
বোঝায় কেমন করে।
অনাহারে ভুগছে মানুষ
একটু খাবার পেলে
হাপুস-হুপুস খাবার খাচ্ছে
লজ্জা-শরম ফেলে।
মরছে মানুষ মরছে শিশু
হাস মুরগী গরু-ছাগল
কেউ বা খাচ্ছে হাবুডুবু
কেউ শোকে হচ্ছে পাগল ।
শ্মশান, কবর বানের জলে
সবই একাকার
লাশগুলো সব যাচ্ছে ভেসে
হচ্ছে না সৎকার।
কঠিন বাস্তব সামাল দিচ্ছে
বানবাসি বোন ভাই
এমন বাস্তব বাপের জন্মে
আমার দেখা নাই।
১৭/৮/২০১৭
যাচ্ছে সবই ভেসে,
কান্নাকাটির বইছে মাতম
সোনার বাংলাদেশে।
কারো আশ্রয় ঘরের চালে
কেউ বা গাছের পরে
কেউবা রাঁধছে কলার ভেলায়
জল টলমল ঘরে।
বাঁচার জন্য ফিরছে খুঁজে
একটু উঁচু ঠাই
কার জায়গা কে বা মালিক
খুঁজার সময় নাই।
জীবন বাঁতে ব্যস্ত সবাই
খুঁজছে একটু ঠাই
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান
জাত ভেদাভেদ নাই।
ক্ষুধার জ্বলায় আহাজারী
ছোট্ট শিশু করে
চালের দানা নেই ঘরেতে
বোঝায় কেমন করে।
অনাহারে ভুগছে মানুষ
একটু খাবার পেলে
হাপুস-হুপুস খাবার খাচ্ছে
লজ্জা-শরম ফেলে।
মরছে মানুষ মরছে শিশু
হাস মুরগী গরু-ছাগল
কেউ বা খাচ্ছে হাবুডুবু
কেউ শোকে হচ্ছে পাগল ।
শ্মশান, কবর বানের জলে
সবই একাকার
লাশগুলো সব যাচ্ছে ভেসে
হচ্ছে না সৎকার।
কঠিন বাস্তব সামাল দিচ্ছে
বানবাসি বোন ভাই
এমন বাস্তব বাপের জন্মে
আমার দেখা নাই।
১৭/৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান হামিদ ২৫/০৮/২০১৭বাহ !
-
আবু সাইদ লিপু ১৯/০৮/২০১৭আহারে বানভাসী!
-
কাজী জুবেরী মোস্তাক ১৭/০৮/২০১৭সুন্দর বলেছেন
-
সাঁঝের তারা ১৭/০৮/২০১৭কঠিন বাস্তব! ভালো কবিতা।
-
ফয়জুল মহী ১৭/০৮/২০১৭হে আল্লাহ দয়া কর মানবকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকার।আসুন,এককভাবে কিংবা সম্মিলিতভাবে বন্যাকবলিত মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৮/২০১৭খুব সুন্দর। অনেক শুভেচ্ছা।
-
আবু সাহেদ সরকার ১৭/০৮/২০১৭বাহ্
-
মোনালিসা ১৭/০৮/২০১৭ভাল