কথার ছলে (ছড়া)
শিয়াল মামা বাজায় ডুগি
ডুগডুগা ডুগ ডুগ
বাদ্য শুনে বুকটা করে
ধুকধুকা ধুক ধুক।
শিয়াল বলে হেসে হাঁস-মুরগী
কাঁপছ কেন ডরে?
ভালো করেই সাটার আটা
তোমাদের ওই ঘরে।
বলছি আমি এখান থেকে
তোমরা সবাই শোন
কেঁপ নাতো অকারণে
ভয় তোমারের নেই কোন
খবরটা কি জানো তোমরা কেউ
না জানলে শুনো তবে
আজ সোনা ব্যাঙ কুনো ব্যাঙের
পাশের ডোবায় বিয়ে হবে।
ভাবতেই ভীষণ অবাগ লাগে
তোমরা বড্ড সেকেলে
পাইনা খুঁজে উত্তর এর কোনো
কেমন করে এলে একালে?
হাঁস ভাইয়া ও হাঁস প্যাঁক প্যাঁক
বরটা কেমন সাজলো দেখ
তুই দেখেছিসকি মুরগী বুবু?
বউটা কেমন যবুথবু!
আয় ঘর থেকে বাইরে আয়
বিয়েতে যাই পায় পায়
ভুড়ি ভোজের আয়েস আছে
সাথে স্বাদের পায়েস আছে।
শিয়ালের ওই মিষ্টি কথার ছলে
যেই বাইরে এলো
মোছের তলে হেসে হেসে মামা
প্রণটা লুফে নিলো।
ডুগডুগা ডুগ ডুগ
বাদ্য শুনে বুকটা করে
ধুকধুকা ধুক ধুক।
শিয়াল বলে হেসে হাঁস-মুরগী
কাঁপছ কেন ডরে?
ভালো করেই সাটার আটা
তোমাদের ওই ঘরে।
বলছি আমি এখান থেকে
তোমরা সবাই শোন
কেঁপ নাতো অকারণে
ভয় তোমারের নেই কোন
খবরটা কি জানো তোমরা কেউ
না জানলে শুনো তবে
আজ সোনা ব্যাঙ কুনো ব্যাঙের
পাশের ডোবায় বিয়ে হবে।
ভাবতেই ভীষণ অবাগ লাগে
তোমরা বড্ড সেকেলে
পাইনা খুঁজে উত্তর এর কোনো
কেমন করে এলে একালে?
হাঁস ভাইয়া ও হাঁস প্যাঁক প্যাঁক
বরটা কেমন সাজলো দেখ
তুই দেখেছিসকি মুরগী বুবু?
বউটা কেমন যবুথবু!
আয় ঘর থেকে বাইরে আয়
বিয়েতে যাই পায় পায়
ভুড়ি ভোজের আয়েস আছে
সাথে স্বাদের পায়েস আছে।
শিয়ালের ওই মিষ্টি কথার ছলে
যেই বাইরে এলো
মোছের তলে হেসে হেসে মামা
প্রণটা লুফে নিলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তীর্থের কাক ১৬/০৮/২০১৭বেশ,কবি!!
-
কামরুজ্জামান সাদ ১৬/০৮/২০১৭সুন্দর