মেঘেরা রঙ বদলায়
(উৎসর্গ খাইরুল আলম মুনমুন-কে )
জানো নিঝুম, এখনও শ্রাবণ আসে অঝর ধারায় আকাশ কাঁদে
বৃষ্টি শেষ চুপিসারে শরৎ আসে শহরের এলোমেলো নিঃশ্বাসে।
কাশফুলেরা বাতাস মাখে,সেই বাতাসে ওড়ে আমার এলো চুল
দূরের ঘাসবন পেরিয় ঝলসানো রৌদ্রের হুটোপুটি পিচঢালা পথে,
সেখানে সোনালি স্বপ্ন পিষ্ঠ হয় গাড়ির চাকায়।
অভিমানে কেঁদে আকাশ অঝোর ধারায়।
পথ-ঘাট ভিজে যায় একলা - নিশ্চিন্ত প্রতিক্ষায়।
টালমাটাল বাঁশবন, কাশবন, মুঠো ছেঁড়া ঘাস
এখনও এখানে শীত আসে, শনশন বাতাসে
মৃত্তিকা চাদর মুড়ি দেয় ঝরাপাতার।
শুষ্ক শীত শেষে বসন্ত আসে,কোকিলের গান বাজে
ঝিঁঝিপোকার ঝিম ধরা কোন এক নিশ্চিন্দিপুরের দুপুরে।
ঋতু বদলায় প্রকৃতির রুপ, প্রকৃতির মত তুমি ও বদলে যাও
অভিমানে শ্রাবণের জল ঝরায় দুটি চোখ, ধুয়ে যায় কাজল
রুপের পালা বদলে ফিরে ফিরে আসে ঋতু প্রকৃতি সাজে নব সাজ
অনুভবে তুমি তাই অপেক্ষায় প্রহর গুনি তোমার পদশব্দের।
১৯ আগস্ট ২০১৭
রাত ১২.০০টা
জানো নিঝুম, এখনও শ্রাবণ আসে অঝর ধারায় আকাশ কাঁদে
বৃষ্টি শেষ চুপিসারে শরৎ আসে শহরের এলোমেলো নিঃশ্বাসে।
কাশফুলেরা বাতাস মাখে,সেই বাতাসে ওড়ে আমার এলো চুল
দূরের ঘাসবন পেরিয় ঝলসানো রৌদ্রের হুটোপুটি পিচঢালা পথে,
সেখানে সোনালি স্বপ্ন পিষ্ঠ হয় গাড়ির চাকায়।
অভিমানে কেঁদে আকাশ অঝোর ধারায়।
পথ-ঘাট ভিজে যায় একলা - নিশ্চিন্ত প্রতিক্ষায়।
টালমাটাল বাঁশবন, কাশবন, মুঠো ছেঁড়া ঘাস
এখনও এখানে শীত আসে, শনশন বাতাসে
মৃত্তিকা চাদর মুড়ি দেয় ঝরাপাতার।
শুষ্ক শীত শেষে বসন্ত আসে,কোকিলের গান বাজে
ঝিঁঝিপোকার ঝিম ধরা কোন এক নিশ্চিন্দিপুরের দুপুরে।
ঋতু বদলায় প্রকৃতির রুপ, প্রকৃতির মত তুমি ও বদলে যাও
অভিমানে শ্রাবণের জল ঝরায় দুটি চোখ, ধুয়ে যায় কাজল
রুপের পালা বদলে ফিরে ফিরে আসে ঋতু প্রকৃতি সাজে নব সাজ
অনুভবে তুমি তাই অপেক্ষায় প্রহর গুনি তোমার পদশব্দের।
১৯ আগস্ট ২০১৭
রাত ১২.০০টা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৬/০৮/২০১৭অশেষ ধন্যবাদ
-
রইস উদ্দিন খান আকাশ ১৬/০৮/২০১৭সুন্দর
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৬/০৮/২০১৭শুভ সকাল। ধহন্যবাদ আপনার আন্তরিক মন্তব্য আমাকে অনুপ্রাণীত করলো আরো ভালো কিছু লিখতে,
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৬/০৮/২০১৭শুভ সকাল। ধহন্যবাদ আপনার আন্তরিক মন্তব্য আমাকে অনুপ্রাণীত করলো আরো ভালো কিছু লিখতে,
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৮/২০১৭খুব ভালো।
-
আব্দুল হক ১৫/০৮/২০১৭অনেক সুন্দর লিখা!!!
-
ধ্রুবক ১৫/০৮/২০১৭ভালো কবিতা।