স্বার্থ স্বজন (উপন্যাস) পর্ব -৫
মা আর কথা না বাড়িয়ে চলে যায়। আন্দাজ করে কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে বুঝতে পারে্না। মেয়ের চিন্তা ভীষন চিন্তিত মা। মা বেরিয়ে যাবার পর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় নাবিলা। মনে মনে বলে জানিনা কেন তুমি এমন করলে নিলয় । কিযে আমার অপরাধ আমি তা বুঝতেই পারলাম না। তবে যা করেছ ভালোই করেছ। চোখ মুছতে মুছতে বলে ‘মনে রেখো আমিও দেখিয়ে দিবো । চাইনা চাইনা তোমার সহযোগিতা। চাইনা তোমার অনুপ্রেরণা, চাইনা তোমার ভালোবাসা। একলাই পথ চলবো আমি। কি ভাবো নিজেকে। তুমি পুরুষ, শক্তি এবং সামর্থ দুই-ই তোমার আছে আর আমার কিছু নেই তাই বলে নিঃশ্ব আমি নই। আমিও দেখিয়ে দেবো তোমাকে নিলয়’ আমি মানুষ।
সাত দিন বাদে নীলয় দেশে ফেরে। প্রস্তাব আসে নিলয়ের পরিবার থেকে। তারা নাবিলাকে বউ করে ঘরে নিতে চায়। নাবিলার মা নাবিলাকে জানায় সে কথা। নাবিলা বলে
-আমার পক্ষে বিয়ে করা অসম্ভব।
- তোর এই খামখেয়ালিপনা আমার ভালো লাগছেনা নাবিলা। আমি কি বলবো ওদের?
-তোমাকে কিছু বলতে হবে না। আমি নিজেই কিরণের সাথে কথা বলবো।
- কি ব্যপার নাবিলা? এতো জরুরী তলব কেন?
-তোমার সাথে কিছু কথা আছে আমার।
-কি এমন কথা । বাড়ি ছেড়ে এতো দূরে আসতে হলো
- সব কথা সব খানে বলা যায় কি তুমি বলো?
-না তা যায় না।
হাত কচলাতে কচলাতে নাবিলা বলে।
-তোমার মানুষিক অবস্থা এখন কেমন আছে নিলয়?
-হঠাৎ এ প্রশ্ন কেন?
-আগে বলো তারপর বলছি।
-বেশ ভালোই।
-তাহলে ভনিতা না করে বলে ফেলি কি বলো?
- নাবিলা তুমি তো জানো ভনিতা আমার পছন্দ না। যা বলতে চাও সরাসরি বল। তুমি কি বলতে চাও আমি জনিনা তবে বিষয়টা কেমন যেন নেগেটিভ মনে হচ্ছে। এনিথিং রং?
=না তেমন কিছুনা।
-তোমাকে এমন বিদ্ধস্ত দেখাচ্ছে কেন?
- নিলয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ঝুমুকে বিয়ে করো। ঝুমু তোমাকে ভালোবাসে। আমি বড় বোন হয়ে ছোট বনের ভালোবাসা কেড়ে নিতে পারবো না নিলয়।
-এ সব তুমি কি বলছ নাবিলা!
- যা বলছি ঠিকই বলছি।
-কিন্তু।...।
-কোন কিন্তু নয় কিরণ। আমার বিশ্বাস আমার বোনটা তোমাকে অনেক সুখি করবে।.....................।চলবে
সাত দিন বাদে নীলয় দেশে ফেরে। প্রস্তাব আসে নিলয়ের পরিবার থেকে। তারা নাবিলাকে বউ করে ঘরে নিতে চায়। নাবিলার মা নাবিলাকে জানায় সে কথা। নাবিলা বলে
-আমার পক্ষে বিয়ে করা অসম্ভব।
- তোর এই খামখেয়ালিপনা আমার ভালো লাগছেনা নাবিলা। আমি কি বলবো ওদের?
-তোমাকে কিছু বলতে হবে না। আমি নিজেই কিরণের সাথে কথা বলবো।
- কি ব্যপার নাবিলা? এতো জরুরী তলব কেন?
-তোমার সাথে কিছু কথা আছে আমার।
-কি এমন কথা । বাড়ি ছেড়ে এতো দূরে আসতে হলো
- সব কথা সব খানে বলা যায় কি তুমি বলো?
-না তা যায় না।
হাত কচলাতে কচলাতে নাবিলা বলে।
-তোমার মানুষিক অবস্থা এখন কেমন আছে নিলয়?
-হঠাৎ এ প্রশ্ন কেন?
-আগে বলো তারপর বলছি।
-বেশ ভালোই।
-তাহলে ভনিতা না করে বলে ফেলি কি বলো?
- নাবিলা তুমি তো জানো ভনিতা আমার পছন্দ না। যা বলতে চাও সরাসরি বল। তুমি কি বলতে চাও আমি জনিনা তবে বিষয়টা কেমন যেন নেগেটিভ মনে হচ্ছে। এনিথিং রং?
=না তেমন কিছুনা।
-তোমাকে এমন বিদ্ধস্ত দেখাচ্ছে কেন?
- নিলয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ঝুমুকে বিয়ে করো। ঝুমু তোমাকে ভালোবাসে। আমি বড় বোন হয়ে ছোট বনের ভালোবাসা কেড়ে নিতে পারবো না নিলয়।
-এ সব তুমি কি বলছ নাবিলা!
- যা বলছি ঠিকই বলছি।
-কিন্তু।...।
-কোন কিন্তু নয় কিরণ। আমার বিশ্বাস আমার বোনটা তোমাকে অনেক সুখি করবে।.....................।চলবে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ১৮/০৮/২০১৭চলতে থাকুক
-
মোনালিসা ১৬/০৮/২০১৭খুব ভাল
-
ফয়জুল মহী ১৪/০৮/২০১৭বেশ মনোরম লিখনি।