স্বার্থ স্বজন (উপন্যাশ) পর্ব -৩
মঝে মঝে নিলয়কে বললে ফোনে রিচার্জ করে নিতো। কি ভাবে সে ব্যবসা করবে । তবু নিলয়ের উৎসাহে সামান্য জমানো টাকা দিয়ে শুরু হয় নাবিলার ব্যবসা। নিলয়ের পরামর্শে ওকে আর পিছিয়ে থাকতে হয়নি। সে ফ্যাসান ডিজাইনার কাটিং, ড্রইং নতুন নতুন ডিজাইন নিজেই জানতো তাই বুটিক্স এর কাজটি আবার শুরু করে। অল্পদিনেই বেশ লাভবান হলো । ব্যবসার কাজ নিয়ে নাবিলা যখন ব্যস্ত হয়ে উঠলো। নিলয়ে যেন তখন দূর থেকে দূরে সরে যেতে থাকে। যে নিলয় সারাক্ষণ আঠার মত লেগে থেকেছে নাবিলার পিছনে। হঠাৎ সে গা ঢাকা দিয়েছে। নিলয় কেন এমন করছে কিছুই বুঝতে পারেনা নাবিলা। অনেক খুঁজে ফিরেছে এ প্রশ্নের উত্তর তবু খুঁজে পাইনি। উত্তর খুঁজতে নিলয়কে ফোন দিয়েছে বারবার। কিন্তু তাতেও লাভ হয়নি। যতবার ফোন দিয়েছে ততবার ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিয়েছে।
নাবিলা বেমালুম ভুলে যায় নিলয় একদিন ওকে বলেছিলো সে বিভিন্ন ভাবে ওকে পরিক্ষা করবে। তবে কি এটা নিলয়ের কোন পরিক্ষা! নাবিলার খুব খারাপ লাগে। যেটা করার কথা ছিলো নাবিলার সেটা করছে নিলয়।
মাঝে মাঝে ভীষণ অবাক লাগে যে নিলয় নিজে থেকে বন্ধুত্বে হাত বাড়ালো নিঃস্বার্থ ভাবে এত সহযোগিতা করলো সেই আবার নিজেই নিজেকে গুটিয়ে নিলো! নিলয়ের এমন ব্যবহারে অনেক ভেঙ্গে পড়েছিলো নাবিলা । মাথা যেন কোন কাজ করছিলো না। নিলয় ওকে যতটা ভালোবেসেছিলো হয়তো নাবিলার জীবনে ওকে অতটা ভালো আর কেউ বাসেনি।
নাবিলা বেমালুম ভুলে যায় নিলয় একদিন ওকে বলেছিলো সে বিভিন্ন ভাবে ওকে পরিক্ষা করবে। তবে কি এটা নিলয়ের কোন পরিক্ষা! নাবিলার খুব খারাপ লাগে। যেটা করার কথা ছিলো নাবিলার সেটা করছে নিলয়।
মাঝে মাঝে ভীষণ অবাক লাগে যে নিলয় নিজে থেকে বন্ধুত্বে হাত বাড়ালো নিঃস্বার্থ ভাবে এত সহযোগিতা করলো সেই আবার নিজেই নিজেকে গুটিয়ে নিলো! নিলয়ের এমন ব্যবহারে অনেক ভেঙ্গে পড়েছিলো নাবিলা । মাথা যেন কোন কাজ করছিলো না। নিলয় ওকে যতটা ভালোবেসেছিলো হয়তো নাবিলার জীবনে ওকে অতটা ভালো আর কেউ বাসেনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৩/০৮/২০১৭অনেক ভালো লিখেন! মোবারকবাদ!
-
তীর্থের কাক ১৩/০৮/২০১৭ভাল!!!!!!