মুজিবুর রহমান
(জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম মৃত্যু বার্ষিকী স্মরণে)
এক যে শিশু জন্ম নিলো টুঙ্গীপাড়া গাঁয়
খোকা বলে ডাকতো তাকে বাবা ও মায়।
খোকার চোখে ছিলো কত স্বপ্ন রাশি রাশি
সদা মুখে থাকতো লেগে তাঁর মুখে হাসি।
বর্গিরা সব খায় যে লুটে মলিন মায়ের মুখ
সেই মলিন মুখটি দেখে খোকার ফাটে বুক।
ভীষণ চিন্তা,উদাস মনে ভাবে খোকা বসি
কেন আমার দেশ জননী হয়ে আছে দাসী!
আমার দেশের জল হাওয়াতে শস্য ফলে যত
ওরা এসে ন্যায় যে লুটে দেখি অসহায়ের মত।
এটা হয় না ,হবার না, মানব না, মানব না আর
আমরা বাঙালি আমরা করিনা কারো কোন ধার।
একদিন গর্জে ওঠে তার কণ্ঠে রেসকোর্স ময়দান
ভায়েরা আমার, আমরা জান দিব তবু দিবনা মান।
বাজে দিড়িম দিড়িম, ঠাস ঠাস ফোটে বুঝি পটকা!
কান পেতে শুনি দিয়ে মন, মনে লাগে বেশ খটকা।
খোকা করে আহ্বান বাঁচাতে হবে দেশের সম্মান
সে আহ্বানে ত্রিশ লক্ষ দামাল দিয়ে দিলো প্রাণ।
তাঁর সে নেতৃত্ব সোনার দেশের মাটি হলো উর্বর
খোকা কাল জয়ী নাম এক মৃত্যুঞ্জয়ী দুরন্ত দুর্বার।
যে দুটি চোখে দেখতে চেয়েছিল বাংলাদেশের হাসি।
রাতের আঁধারে সেই দুটি চোখ মাটিতে গেলো যে মিশি।
আমাদের চোখে দেখো তুমি আজ সেই সে প্রিয় হাসি
সতের কোটি বাঙালি আমরা তোমাকেই ভালোবাসি।
সেই খোকাটির বুকের রক্তে চুকিয়ে গেলো জীবনের দাম
দিয়ে জানতে চাও কে সেই খোকা? কি ছিলো তাঁর নাম?
সেই খোকাটির নামটি হলো মুজিবুর রহমান
স্বপ্ন সোনার স্বাধীন দেশ ও স্বাধীনতা তাঁরই অবদান।
পদ্মা মেঘনা রবে যতদিন কীর্তি তোমার রবে ততদিন মুজিবুর রহমান
একই কণ্ঠে স্লোগাবে গা্নে গাইবে সবাই তোমার নাম।।
এক যে শিশু জন্ম নিলো টুঙ্গীপাড়া গাঁয়
খোকা বলে ডাকতো তাকে বাবা ও মায়।
খোকার চোখে ছিলো কত স্বপ্ন রাশি রাশি
সদা মুখে থাকতো লেগে তাঁর মুখে হাসি।
বর্গিরা সব খায় যে লুটে মলিন মায়ের মুখ
সেই মলিন মুখটি দেখে খোকার ফাটে বুক।
ভীষণ চিন্তা,উদাস মনে ভাবে খোকা বসি
কেন আমার দেশ জননী হয়ে আছে দাসী!
আমার দেশের জল হাওয়াতে শস্য ফলে যত
ওরা এসে ন্যায় যে লুটে দেখি অসহায়ের মত।
এটা হয় না ,হবার না, মানব না, মানব না আর
আমরা বাঙালি আমরা করিনা কারো কোন ধার।
একদিন গর্জে ওঠে তার কণ্ঠে রেসকোর্স ময়দান
ভায়েরা আমার, আমরা জান দিব তবু দিবনা মান।
বাজে দিড়িম দিড়িম, ঠাস ঠাস ফোটে বুঝি পটকা!
কান পেতে শুনি দিয়ে মন, মনে লাগে বেশ খটকা।
খোকা করে আহ্বান বাঁচাতে হবে দেশের সম্মান
সে আহ্বানে ত্রিশ লক্ষ দামাল দিয়ে দিলো প্রাণ।
তাঁর সে নেতৃত্ব সোনার দেশের মাটি হলো উর্বর
খোকা কাল জয়ী নাম এক মৃত্যুঞ্জয়ী দুরন্ত দুর্বার।
যে দুটি চোখে দেখতে চেয়েছিল বাংলাদেশের হাসি।
রাতের আঁধারে সেই দুটি চোখ মাটিতে গেলো যে মিশি।
আমাদের চোখে দেখো তুমি আজ সেই সে প্রিয় হাসি
সতের কোটি বাঙালি আমরা তোমাকেই ভালোবাসি।
সেই খোকাটির বুকের রক্তে চুকিয়ে গেলো জীবনের দাম
দিয়ে জানতে চাও কে সেই খোকা? কি ছিলো তাঁর নাম?
সেই খোকাটির নামটি হলো মুজিবুর রহমান
স্বপ্ন সোনার স্বাধীন দেশ ও স্বাধীনতা তাঁরই অবদান।
পদ্মা মেঘনা রবে যতদিন কীর্তি তোমার রবে ততদিন মুজিবুর রহমান
একই কণ্ঠে স্লোগাবে গা্নে গাইবে সবাই তোমার নাম।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৮/২০১৭বিষয়বস্তু সুন্দর হয়েছে।
-
ধ্রুবক ১০/০৮/২০১৭বঙ্গবন্ধু চিরদিন।
-
দেবাশীষ দিপন ১০/০৮/২০১৭জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৮/২০১৭জাতির জনককে শ্রদ্ধা।
-
তীর্থের কাক ১০/০৮/২০১৭খুব সুন্দর লেখা