বন্ধু মানে
( বিশ্ব বন্ধু দিবসে আমার এ কবিতা সকল বন্ধুদের প্রতি নিবেদিত)
বন্ধু মানে প্রথম সকাল, বন্ধু ফুলের মেলা
বন্ধুর কথাই ভেবে ভেবে, কাটে সারাবেলা।
বন্ধু মানে মিষ্টি হাসি, হৃদয় নদীর ঢেউ
বন্ধু থাকে হৃদমাঝারে, কেউ জানেনা কেউ।
বন্ধু মানে খুনসুটি দিন, বন্ধু ঝড়ো হাওয়া
বন্ধু সুখে সুখ খুঁজি, এই তো আমার পাওয়া।
বন্ধু মানে আষাঢ়ের ঢল, বন্ধু শ্রাবণ ধারা
বন্ধু হলো চায়ের চুমুক, হৃদয় পাগল পারা।
বন্ধু মানে সুখের প্রদীপ, সব আপনই পর
বন্ধুর বুকে মাথা রেখে, হলাম যাযাবর।
বন্ধু মানে প্রথম সকাল, বন্ধু ফুলের মেলা
বন্ধুর কথাই ভেবে ভেবে, কাটে সারাবেলা।
বন্ধু মানে মিষ্টি হাসি, হৃদয় নদীর ঢেউ
বন্ধু থাকে হৃদমাঝারে, কেউ জানেনা কেউ।
বন্ধু মানে খুনসুটি দিন, বন্ধু ঝড়ো হাওয়া
বন্ধু সুখে সুখ খুঁজি, এই তো আমার পাওয়া।
বন্ধু মানে আষাঢ়ের ঢল, বন্ধু শ্রাবণ ধারা
বন্ধু হলো চায়ের চুমুক, হৃদয় পাগল পারা।
বন্ধু মানে সুখের প্রদীপ, সব আপনই পর
বন্ধুর বুকে মাথা রেখে, হলাম যাযাবর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/০৮/২০১৭বেশ লিখেছেন কবি
-
তীর্থের কাক ০৬/০৮/২০১৭বেশ,কবি
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৮/২০১৭বন্ধু মানে আনন্দ।