একটি কবিতার জন্য
আমায় একটা কবিতা দেবে কেউ,
যে কবিতায় হৃদয় কাঁপে
বুকে ওঠে উথাল পাথাল ঢেউ।
যে কবিতায় আগুন জ্বালায়
মনে ধরায় ধুন
সেই কবিতাই অস্ত্র হয়ে
আমায় করুক খুন।
দাওনা আমায় সেই কবিতা
জুড়াই আমার প্রাণ
সেই কবিতা হবে আমার
দুঃখ সুখের গান।
এই কবিতা তবে যেন
সেই কবিতা হয়
এই কবিতার স্লোগানে
বিশ্ব হবে জয়।
যে কবিতায় হৃদয় কাঁপে
বুকে ওঠে উথাল পাথাল ঢেউ।
যে কবিতায় আগুন জ্বালায়
মনে ধরায় ধুন
সেই কবিতাই অস্ত্র হয়ে
আমায় করুক খুন।
দাওনা আমায় সেই কবিতা
জুড়াই আমার প্রাণ
সেই কবিতা হবে আমার
দুঃখ সুখের গান।
এই কবিতা তবে যেন
সেই কবিতা হয়
এই কবিতার স্লোগানে
বিশ্ব হবে জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ০৮/০৮/২০১৭চমৎকার!
-
সাঁঝের তারা ৩১/০৭/২০১৭অপূর্ব
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৭/২০১৭ভালো।
-
আ'বিরু সাবীল ৩০/০৭/২০১৭যদি পারতাম, অবশ্যই দিতাম। তবে এমন কবিতার দেখা পেলে ঠিকানাটা অবশ্যই আপনাকে দেব।