ভাবনার অন্তরালে
পশ্চিমের বারান্দায় যখন সূর্যটা দোল খাচ্ছিল
গাছের শাখা প্রায় স্থির
নদীর জলও থামিয়ে দিয়েছে ছন্দ
ডায়েরির পাতায় জমেছে ধুলি।
অস্তমিত সূর্যটার দিকে তাকিয়ে বিষন্ন চোখ
বুক ভরা দীর্ঘশ্বাসে কি যেন ভাবছিল ...
ঠিক তখনই তুমি আবির রঙের নায়ে চড়ে ফিরে এলে
দগ্ধ হৃদয়ে এ যেন সাত জনমের প্রাপ্তি।
শ্রাবণের মেঘ সরে গিয়ে
চিকচিকে রোদের ভাবা ছড়িয়ে পড়ল দিগন্তে।
শরৎ আকাশ শুভ্রনীলের পাল তুলল মনের অঙ্গনে,
যেন কাশফুলের শুভ্রবসনে আঁচল উড়ালো হৃদয়
পরক্ষণে প্রশ্ন মনে এ ফিরে আসা কি কাঁদাবে আবার?
নাকি শ্রাবণ দিনে মেঘের আড়ালের ঢাকা সূর্য হয়ে রবে?
নাকি শরৎ জোছনার বেলে আলোয় হয়ে পাশে রবে চিরকাল?
৮ অক্টবর ২০১৬
গাছের শাখা প্রায় স্থির
নদীর জলও থামিয়ে দিয়েছে ছন্দ
ডায়েরির পাতায় জমেছে ধুলি।
অস্তমিত সূর্যটার দিকে তাকিয়ে বিষন্ন চোখ
বুক ভরা দীর্ঘশ্বাসে কি যেন ভাবছিল ...
ঠিক তখনই তুমি আবির রঙের নায়ে চড়ে ফিরে এলে
দগ্ধ হৃদয়ে এ যেন সাত জনমের প্রাপ্তি।
শ্রাবণের মেঘ সরে গিয়ে
চিকচিকে রোদের ভাবা ছড়িয়ে পড়ল দিগন্তে।
শরৎ আকাশ শুভ্রনীলের পাল তুলল মনের অঙ্গনে,
যেন কাশফুলের শুভ্রবসনে আঁচল উড়ালো হৃদয়
পরক্ষণে প্রশ্ন মনে এ ফিরে আসা কি কাঁদাবে আবার?
নাকি শ্রাবণ দিনে মেঘের আড়ালের ঢাকা সূর্য হয়ে রবে?
নাকি শরৎ জোছনার বেলে আলোয় হয়ে পাশে রবে চিরকাল?
৮ অক্টবর ২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১১/২০১৬
-
jannatul ripa ১১/১০/২০১৬বেশ সুন্দর লিখা
-
সজীব ১১/১০/২০১৬চলবে
-
আব্দুল হক ১০/১০/২০১৬সুন্দর লিখনী
-
সাইয়িদ রফিকুল হক ১০/১০/২০১৬সুন্দর হয়েছে। আমার ভালো লেগেছে।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/১০/২০১৬have a nice Poem.
www.ajkerpressbd.com -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/১০/২০১৬খুব সুন্দর। শুভেচ্ছা নিও শাহানাজ।
খুব ভাল লাগল।
অভিনন্দন জানিয়ে গেলাম।