একবার এসে দেখে যাও
আদর কাতর ঘুমটুকু চোখে রেখে ভোরবেলা
চায়ের কাপে চুমুক দিতে দিতে
খবরের কাগজে চোখ রাখতেই
চমকে ওঠে মন, স্থির হয়ে যায় চোখ ।
প্রতিদিন এত খুন এত গুম ধর্ষণের কথা নাই বা বললাম,
সোফিয়া লরেন গীর্জায় ধর্ষিত হওয়ার পর খুব কেঁদেছিলে তাই না?
একবার এসো আমার বাংলাদেশে,শুনে যাও
দু’লক্ষ রমনীর নির্মম অভিজ্ঞতার গল্প।
দেখে যাও ত্রিশ লক্ষ শহিদের রক্তের রঙে আঁকা
একটি জীবন্ত ছবি, যা দেখে তুমি আৎকে উঠবে তোমার হৃদয়।
এক সাগর রক্তে কেনা আমার স্বপ্নের স্বাধীনতা
তবু এখানে এখনো ভাই খুনে রাঙা হয়
পিচে ঢাকা কালো রাজ পথ।
পিতা হয় গুম, মায়ের হাহাজারিতে ভারি আকাশ বাতাস
মুহুর্তে মুহুর্তে এখনে ধর্ষিত হয় বোন।
তবু আমি কাঁদিনা, শুধু হুহু হুহু করে বুক
নীরবে চোখের কোণা হতে ঝরে পড়ে
দু’ফোটা রক্তের নোনা অশ্রু ।
বারবারা বিটলারের গিলে করা পাঞ্জাবি
আর মিসিলে নামায় না আমায়
যার আহ্বানে, তর্জনীর একটি বলিষ্ঠ উচ্চারণে
একদিন জীবন বাজি রেখে
দেশের তরে ঝাপিয়ে পড়েছিল সাত কোটি বাঙালী
দেখে যাও সেই মহামানবকে কেমন করে রক্তাক্ত দেহে
পড়ে থাকতে হয় অর্ধসিঁড়িতে
তবু তোমার মত মুখ থুবড়ে কাঁদিনা,কেন কাঁদিনা জানো?
এ দেশে এখনো প্রকাশ্যে ঘুরছে মাফিয়ার দল
বারবার মাথা চাড়া দিয়ে উঠে দেশোদ্রহী স্বৈরাচারেরা
আমাকে যে জাগাতে হবে আগামীর নবীন নওজোয়ানকে
আমাকে আবার জাগাতে হবে জাতির পিতাকে
তাঁর ওই তর্জনী তুলে আবার বলতে হবে
কোথায় তোরা আমার সীমান্তের অতন্ত্র প্রহরী?
আয় ছুটে যায় শ্রমিক মজুর কৃষাণ কুলি।
হাতে যে এখন অনেক কাজ, এসো আমার দেশে
আমার শ্যামলিমা মায়ের আঁচলে মুখ রেখে
দেখো তোমার চোখে ঝরবে না আর অশ্রু বৃষ্টি।
১৪ আগস্ট ২০১৬
চায়ের কাপে চুমুক দিতে দিতে
খবরের কাগজে চোখ রাখতেই
চমকে ওঠে মন, স্থির হয়ে যায় চোখ ।
প্রতিদিন এত খুন এত গুম ধর্ষণের কথা নাই বা বললাম,
সোফিয়া লরেন গীর্জায় ধর্ষিত হওয়ার পর খুব কেঁদেছিলে তাই না?
একবার এসো আমার বাংলাদেশে,শুনে যাও
দু’লক্ষ রমনীর নির্মম অভিজ্ঞতার গল্প।
দেখে যাও ত্রিশ লক্ষ শহিদের রক্তের রঙে আঁকা
একটি জীবন্ত ছবি, যা দেখে তুমি আৎকে উঠবে তোমার হৃদয়।
এক সাগর রক্তে কেনা আমার স্বপ্নের স্বাধীনতা
তবু এখানে এখনো ভাই খুনে রাঙা হয়
পিচে ঢাকা কালো রাজ পথ।
পিতা হয় গুম, মায়ের হাহাজারিতে ভারি আকাশ বাতাস
মুহুর্তে মুহুর্তে এখনে ধর্ষিত হয় বোন।
তবু আমি কাঁদিনা, শুধু হুহু হুহু করে বুক
নীরবে চোখের কোণা হতে ঝরে পড়ে
দু’ফোটা রক্তের নোনা অশ্রু ।
বারবারা বিটলারের গিলে করা পাঞ্জাবি
আর মিসিলে নামায় না আমায়
যার আহ্বানে, তর্জনীর একটি বলিষ্ঠ উচ্চারণে
একদিন জীবন বাজি রেখে
দেশের তরে ঝাপিয়ে পড়েছিল সাত কোটি বাঙালী
দেখে যাও সেই মহামানবকে কেমন করে রক্তাক্ত দেহে
পড়ে থাকতে হয় অর্ধসিঁড়িতে
তবু তোমার মত মুখ থুবড়ে কাঁদিনা,কেন কাঁদিনা জানো?
এ দেশে এখনো প্রকাশ্যে ঘুরছে মাফিয়ার দল
বারবার মাথা চাড়া দিয়ে উঠে দেশোদ্রহী স্বৈরাচারেরা
আমাকে যে জাগাতে হবে আগামীর নবীন নওজোয়ানকে
আমাকে আবার জাগাতে হবে জাতির পিতাকে
তাঁর ওই তর্জনী তুলে আবার বলতে হবে
কোথায় তোরা আমার সীমান্তের অতন্ত্র প্রহরী?
আয় ছুটে যায় শ্রমিক মজুর কৃষাণ কুলি।
হাতে যে এখন অনেক কাজ, এসো আমার দেশে
আমার শ্যামলিমা মায়ের আঁচলে মুখ রেখে
দেখো তোমার চোখে ঝরবে না আর অশ্রু বৃষ্টি।
১৪ আগস্ট ২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৪/০৮/২০১৬অনন্য! অনবদ্য!