ইচ্ছে
কখনও ইচ্ছে করে আকাশ হতে কখনও বা বাতাস
কখনও ইচ্ছে করে পাহাড় হতে কখনও বা সাগর
কখনও ইচ্ছে করে ফুল হতে কখনও বা প্রজাপতি
কখনও ইচ্ছে করে নদীর মত বয়ে চলি নিরবধী।
কখনও ইচ্ছে করে শিল্পী হয়ে সুরে সুরে গাই গান
কখনও ইচ্ছে করে আবৃত্তিতে ডুবে থাকি দিনমান।
কখনও ইচ্ছে করে হারিয়ে যাই অজানা কোন দ্বীপ
কখনও ইচ্ছে করে প্রেমিক হৃদয় বাইতে প্রেমের ছিপ।
কখনও ইচ্ছে করে গাঙচিল হয়ে মেলে দিতে ডানা
ইচ্ছেগুলো ইচ্ছেই থাকে পূরণ যে কেন আর হয় না।
২০ এপ্রিল ২০১৬
সময় বিকেল ৪.৫৬ মিঃ
কখনও ইচ্ছে করে পাহাড় হতে কখনও বা সাগর
কখনও ইচ্ছে করে ফুল হতে কখনও বা প্রজাপতি
কখনও ইচ্ছে করে নদীর মত বয়ে চলি নিরবধী।
কখনও ইচ্ছে করে শিল্পী হয়ে সুরে সুরে গাই গান
কখনও ইচ্ছে করে আবৃত্তিতে ডুবে থাকি দিনমান।
কখনও ইচ্ছে করে হারিয়ে যাই অজানা কোন দ্বীপ
কখনও ইচ্ছে করে প্রেমিক হৃদয় বাইতে প্রেমের ছিপ।
কখনও ইচ্ছে করে গাঙচিল হয়ে মেলে দিতে ডানা
ইচ্ছেগুলো ইচ্ছেই থাকে পূরণ যে কেন আর হয় না।
২০ এপ্রিল ২০১৬
সময় বিকেল ৪.৫৬ মিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ২০/০৫/২০১৬ভাল লাগল
-
প্রসেনজিৎ বিশ্বাস ২৫/০৪/২০১৬ভালো
-
রইস উদ্দিন খান আকাশ ২৩/০৪/২০১৬অারও ভালো কিছু অাশা করছি
-
জয় শর্মা ২২/০৪/২০১৬খুব সুন্দর ছন্দিত কাব্যিক কবিতা।
-
আল মামুন ২২/০৪/২০১৬দারুণ লিখেছেন কবি ।
-
আসিফ ইকবাল ২১/০৪/২০১৬অনেক সুন্দর