www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্তনাদ

জাগো জাগ্‌ জাগো মুসলমান, জাগো জাগো
জাগো জাগো, জাগো মুসলমান জাগো জাগো
এভাবে বলো আর কতকাল!আর কতকাল!
ও-মুসলিম জাতি!বুকে কি করে না হাহাকার
কত রবে বলো ঘুমিয়ে, ঘুমাও না কেহ আর
শোনো দুনিয়ার সকল মুসলমান শোনো শোনো
জাগো জাগ্‌ জাগো মুসলমান জাগো জাগো
জাগো জাগো, জাগো মুসলমান জাগো জাগো।

পাক কোরআনের পরে এমন অবিচার
কেমনে নিব বলো মোরা মেনে
কেন নিরবে সইব এই অত্যাচার
আল্লাহু, আল্লাহ্ আল্লাহু আকবর।
আল্লাহ্ খালিক আল্লাহ্ মালিক
আল্লাহ্ আমার রব!
আল্লাহ আমার জীবন মরণ
তার-ই হাতে আমার সব।

আমাত জীবন বিধান পাক কোরআন
কোনো গণতন্ত্র নয়
স্রষ্টাবিনে এই ভূবনে আমার কিসের ভয়।

দুনিয়ের মুসলিম এক হও এক হও
জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াও
রক্ষা করো পাক কোরআন।
.চলছে জুলুম কাঁদে মুসলিম পৃথিবীর সবখানে,
যালিমেরে কুপোকাত করব, যুদ্ধ ময়দানে!

শোনো শোনো শোনো জালিম শোনো
সন্ধেহ নেই কোনো
হও হুশিয়ার! আল্লাহ্ আমার মহা-শক্তিধর!
সব হবি সাফ্ পাবি নারে মাফ
যুগে যুগে জেগেছে যত ডানা
ধংস হয়েছে সব নেই কি তোদের জানা?

ওরে মুসলিম ছেড়ে হুংকার! গারে তোরা গান
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার!
সব হবে বরবাদ! যত আছে নাস্তিক-মুরতাদ
ধ্বংশের হাত থেকে যাবে না কেউ ওরা বাদ।

বাঁচাও আলকোরআন বাঁচাও তাজা প্রাণ

জাগো জাগ্‌ জাগো মুসলমান, জাগো জাগো
জাগো জাগো, জাগো মুসলমান জাগো জাগো।।
১৯ এপ্রিল ২০১৬
সময় রাত ১১.৫৫ মিঃ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast