নিবিড় আকুতি
আচ্ছা শ্রাবণ এমন কেন তুমি?
জানি, তুমি তোমার মত থাকতে ভালোবাস
কিন্তু তুমি কেন বোঝ না
কেউ একজন,
তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে
সে চায় অফিস থেকে ফিরে
ভালোবাসার গভীর আলিঙ্গলে
তাকে জড়িয়ে ধরো বুকে।
তোমার লোমশ বুকে মাথা রেখে
সে তার আলত হাতে
খুলে দেবে তোমার শার্টের বোতাম
তোমার বুকে মাথা রেখে
পরম সুখে বলবে I Love You সোনা।
তোমার সিগারেটে পোড়া ঠোঁট
চুমু এঁকে যাবে তার সারা দেহে।
তোমার চোখে চোখ রেখে
তোমার ঠোঁটে ঠোঁট রেখে
সে যে হারাতে চায় তোমারি মাঝে
কেন বোঝনা, কেন বুঝতে চাওনা তাকে?
প্লিজ শ্রাবণ রাখনা হাতের কাজ এ রাতে
জোনাকির আলো জ্বলা
এ রাত আজ না হয় শুধু আমার হোক
চলনা হারাই অজানাতে।
যেখানে আছে শুধু, কিছু সুখ ছোঁয়া সুখ
সুখে দুখে কেটে যাবে জনম।
১২ এপ্রিল ২০১৬
জানি, তুমি তোমার মত থাকতে ভালোবাস
কিন্তু তুমি কেন বোঝ না
কেউ একজন,
তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে
সে চায় অফিস থেকে ফিরে
ভালোবাসার গভীর আলিঙ্গলে
তাকে জড়িয়ে ধরো বুকে।
তোমার লোমশ বুকে মাথা রেখে
সে তার আলত হাতে
খুলে দেবে তোমার শার্টের বোতাম
তোমার বুকে মাথা রেখে
পরম সুখে বলবে I Love You সোনা।
তোমার সিগারেটে পোড়া ঠোঁট
চুমু এঁকে যাবে তার সারা দেহে।
তোমার চোখে চোখ রেখে
তোমার ঠোঁটে ঠোঁট রেখে
সে যে হারাতে চায় তোমারি মাঝে
কেন বোঝনা, কেন বুঝতে চাওনা তাকে?
প্লিজ শ্রাবণ রাখনা হাতের কাজ এ রাতে
জোনাকির আলো জ্বলা
এ রাত আজ না হয় শুধু আমার হোক
চলনা হারাই অজানাতে।
যেখানে আছে শুধু, কিছু সুখ ছোঁয়া সুখ
সুখে দুখে কেটে যাবে জনম।
১২ এপ্রিল ২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৫/০৫/২০১৬বেশ তো
-
পরশ ০৪/০৫/২০১৬সুন্দর
-
মোবারক হোসেন ২৬/০৪/২০১৬ভাল।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৯/০৪/২০১৬ধন্যবাদ
-
মাহাবুব ১৯/০৪/২০১৬ভালো কবিতাটা লাগলো, শুভেচ্ছা কবি।
-
জয় শর্মা ১৯/০৪/২০১৬ভালোবাসার পরশ, অস্তিরতা।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৯/০৪/২০১৬ধন্যবাদ
-
পরশ ১৮/০৪/২০১৬ভাল লাগলো