ভালোবাসার আর্তনাদ
.
পৃথিবীর উপর আমার একটা পৃথিবী ছিলো
মাথার উপর থেকে আমার সে পৃথিবীর ছায়া
আজ সরে গেছে দূরে বহুদূরে।
নিঝুম, আমাকে ভালোবাসতে হবে না আর
শুধু বলি আজ থেকে সহস্র বছর পর
জলহীন শ্যাওলা ভরা ঝিলে ,কাটফাটা চৈত্রর
তৃষিত সময় সমুদ্রের ক্ষুধিত চুম্বনে ওষ্ঠে রেখো ওষ্ঠো
জীবন ক্রান্তির গোধূলী বেলা জীবনহীন এই আমি
এর চেয়ে বেশি কিছু চাইনা আর।
দেখো সেদিনও গোলাপ পাপড়ীতে রাঙা ছিলো যে ঠোঁটে
সে ঠোঁট আজ রংহীন বিবর্ণ,
যে চোখ শুধু তোমার অপেক্ষায় প্রহর গুনত সে চোখ আজ...
যে দেহ ছিলো তোমার একটু আলিঙ্গনের তৃষ্ণার্র ব্যাকুল
দেখো সে দেহ আজ কেমন নিথর হয়ে পড়ে আছে।
তুমি কি ভুলে গেছো নিঝুম সেই চঞ্চলা প্রাণটির কথা?
তুমি যার পৃথিবী ছিলে?
যে তোমারি জন্য ছিলো পাগল, তোমা্রই জন্য ছিলো ব্যাকুল
একবিন্দু ভালোবাসার জন্য কত বাহানাই না করেছে তোমার সাথে
সে আজ ছিড়েছে বন্ধন, তোমার কি মনে পড়বে নিঝুম
ভালোবাসার মায়াজালে বাঁধা সেই মায়া মুখ?
পৃথিবীর উপর আমার একটা পৃথিবী ছিলো
মাথার উপর থেকে আমার সে পৃথিবীর ছায়া
আজ সরে গেছে দূরে বহুদূরে।
নিঝুম, আমাকে ভালোবাসতে হবে না আর
শুধু বলি আজ থেকে সহস্র বছর পর
জলহীন শ্যাওলা ভরা ঝিলে ,কাটফাটা চৈত্রর
তৃষিত সময় সমুদ্রের ক্ষুধিত চুম্বনে ওষ্ঠে রেখো ওষ্ঠো
জীবন ক্রান্তির গোধূলী বেলা জীবনহীন এই আমি
এর চেয়ে বেশি কিছু চাইনা আর।
দেখো সেদিনও গোলাপ পাপড়ীতে রাঙা ছিলো যে ঠোঁটে
সে ঠোঁট আজ রংহীন বিবর্ণ,
যে চোখ শুধু তোমার অপেক্ষায় প্রহর গুনত সে চোখ আজ...
যে দেহ ছিলো তোমার একটু আলিঙ্গনের তৃষ্ণার্র ব্যাকুল
দেখো সে দেহ আজ কেমন নিথর হয়ে পড়ে আছে।
তুমি কি ভুলে গেছো নিঝুম সেই চঞ্চলা প্রাণটির কথা?
তুমি যার পৃথিবী ছিলে?
যে তোমারি জন্য ছিলো পাগল, তোমা্রই জন্য ছিলো ব্যাকুল
একবিন্দু ভালোবাসার জন্য কত বাহানাই না করেছে তোমার সাথে
সে আজ ছিড়েছে বন্ধন, তোমার কি মনে পড়বে নিঝুম
ভালোবাসার মায়াজালে বাঁধা সেই মায়া মুখ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৪/০৫/২০১৬খুব সুন্দর
-
অ ১৪/০৪/২০১৬দারুণ অভিমানী লেখা ।
খুব ভাল লাগল । -
প্রদীপ চৌধুরী. ১৪/০৪/২০১৬বা! ভাল
-
পরশ ১৩/০৪/২০১৬দারুন
-
জয় শর্মা ১২/০৪/২০১৬ভালোই তো...!