প্রেম
নলী জ্যোৎস্নার নগ্ন রাতে
প্রেম যদি জাগে মনে
ক্ষতি কী?
নদী যেমন ছুটে চলে যায়
দূর সাগরের পানে
তেমনি করেই জাগলো না হয়
প্রেম আমাদের প্রাণে।
জোনাকীর দল বনে বাদাড়ে
মিটি মিটি করে জ্বলে
প্রাণ খুলে ওরা আঁধারের সাথে
কত কথা যায় বলে।
ভ্রমর করে প্রেম নিবেদন
যেমন ফুলের সনে
মাটির সাথে প্রেমের লীলায়
নামে দূর গগনে।
তেমনি করেই আমরা না হয়
হব আজ একাকার
প্রেমের তরী এমনি করেই
দেবে পাড়ি পারাবার।
১৫ মার্চ ২০১৪
প্রেম যদি জাগে মনে
ক্ষতি কী?
নদী যেমন ছুটে চলে যায়
দূর সাগরের পানে
তেমনি করেই জাগলো না হয়
প্রেম আমাদের প্রাণে।
জোনাকীর দল বনে বাদাড়ে
মিটি মিটি করে জ্বলে
প্রাণ খুলে ওরা আঁধারের সাথে
কত কথা যায় বলে।
ভ্রমর করে প্রেম নিবেদন
যেমন ফুলের সনে
মাটির সাথে প্রেমের লীলায়
নামে দূর গগনে।
তেমনি করেই আমরা না হয়
হব আজ একাকার
প্রেমের তরী এমনি করেই
দেবে পাড়ি পারাবার।
১৫ মার্চ ২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ এম মাসুম বিল্লাহ ০৫/০৪/২০১৬অসাধারণ প্রেমের কবিতা ।
-
মোঃ নাজমুল হাসান ০২/০৪/২০১৬চমৎকার।
-
মনিরুজ্জামান জীবন ১৯/০৩/২০১৬নান্দনিক ছোঁয়ায় অপূর্ব।
-
দেবজ্যোতিকাজল ১৭/০৩/২০১৬সুন্দর হয়েছে
-
মির সালামা ১৭/০৩/২০১৬দারুন
-
মৃণ্ময় আলম ১৬/০৩/২০১৬অসাধারণ
-
এম এস সজীব ১৫/০৩/২০১৬good
-
পরশ ১৫/০৩/২০১৬অনেক ভাল লেখেছেন