তোমাকে ছেড়ে মাগো কোথাও যাব না
তোমাকে ছেড়ে মাগো কোথাও যাব না
কোথায় পাবো বলো এমন শ্যামল
দিয়েছে যা আমায় মাগো ,তোমার অই কোল
তোমায় মাগো আমি বড় ভালো বাসি
এত নদী এত জল ফসলের হাসি
বলো মা এসব আমি কোথায় পাব
তোমার কোলে মাগো ফিরে ফিরে আসি ।
মাগো তোমায় ছেড়ে আমি কোথাও যাবনা
যাবনা যাবনা আমি কোথায় যাব না।
যেখানে যাই আমি যেই সুদূরে
এ মাটির সুধা আছে অঙ্গে লেগে
মেখেছি শিশির আমি এই দু’টি পায়
দেখে যাও আমি যে এক পল্লীবালা
পরেছি গলাতে আমি বৈচি মালা।
মাঠে মাঠে লেগে আছে ফসলের হাসি
তোমার কোলে মাগো ফিরে ফিরে আসি
যাব না যাবনা আমি কোথায় যাব না।
শরতে নদী চরে কাশ ফুল ফোটে
শিউলির বিলিয়ে সুবাস আকুল করে
হেমন্ত ফোটে মাঠে ফসলের হাসি
ফাগুনে পরে সাজ ফুল বধু
এই মধু পরিবেশ দেবে কে আমায়
কোথায় পাব আমি এমন আয়েস
যাব না যাবনা আমি কোথায় যাব না।
১ মার্চ ২০১৬
কোথায় পাবো বলো এমন শ্যামল
দিয়েছে যা আমায় মাগো ,তোমার অই কোল
তোমায় মাগো আমি বড় ভালো বাসি
এত নদী এত জল ফসলের হাসি
বলো মা এসব আমি কোথায় পাব
তোমার কোলে মাগো ফিরে ফিরে আসি ।
মাগো তোমায় ছেড়ে আমি কোথাও যাবনা
যাবনা যাবনা আমি কোথায় যাব না।
যেখানে যাই আমি যেই সুদূরে
এ মাটির সুধা আছে অঙ্গে লেগে
মেখেছি শিশির আমি এই দু’টি পায়
দেখে যাও আমি যে এক পল্লীবালা
পরেছি গলাতে আমি বৈচি মালা।
মাঠে মাঠে লেগে আছে ফসলের হাসি
তোমার কোলে মাগো ফিরে ফিরে আসি
যাব না যাবনা আমি কোথায় যাব না।
শরতে নদী চরে কাশ ফুল ফোটে
শিউলির বিলিয়ে সুবাস আকুল করে
হেমন্ত ফোটে মাঠে ফসলের হাসি
ফাগুনে পরে সাজ ফুল বধু
এই মধু পরিবেশ দেবে কে আমায়
কোথায় পাব আমি এমন আয়েস
যাব না যাবনা আমি কোথায় যাব না।
১ মার্চ ২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১৮/০৪/২০১৬খুবই সুন্দর
-
ফয়জুল মহী ৩০/০৩/২০১৬অভূতপূর্ব
-
প্রশান্ত মন্ডল ২০/০৩/২০১৬ঠিক।
-
হরিশ বর্মন (বুলবুলি) ১৬/০৩/২০১৬দারুণ সুন্দর হয়েছে।
-
মনিরুজ্জামান জীবন ১৫/০৩/২০১৬সুলিখিত।
-
প্রদীপ চৌধুরী. ১৪/০৩/২০১৬অপূর্ব , দারুণ প্রকাশ