এ তুমি কি সেই তুমি
অনেক বদলে গেছ নিঝুম
আমি যে তোমাকে চিনতাম একি সেই তুমি?
যে তুমি স্মকিং ঘৃণা করতে যে ঠোঁট
একটি ঠোঁটের স্পর্শেই ছিলো ব্যকুল
যে আঁখি একটি মুখের জন্য ছিল তৃষ্ণার্ত
একটি হাসির নেশায় ছিলো নেশাতুর
সেই ডালিম রাঙা ঠোঁট এখন
ক্ষণে ক্ষণেই চেপে ধরেছে জ্বলন্ত সিগারেট।
ওই চাতক চোখ খুঁজে ফেরে নর্তকি দেহ
কি দোষে, তুমি এত নিষ্ঠুর হলে?
সে তো তোমাকেই সপেছিল তার সরল মন।
তবু কিসের নেশায়, তোমার এই অধপনত?
কেন তুমি এত বদলে গেলে?
তুমি কি ভুলে গেলে সেই সব স্মৃতিময় দিন।
তোমার কি মনে পড়েনা
কত পূর্ণিমায় নিশি জেগেছি দেখেছি মায়াবী চাঁদ
হেঁটেছি দু’জন পাশাপাশি হাতে রেখে দুটি হাত
স্বপ্নের কোলে মাথা রেখে হারিয়ে যেতাম
বিম্বিসার অমরাবতীর দেশে।
ওই আকাশ থেকে কুড়িয়ে এনে তারার ফুল
মালা গেঁথে পরিয়ে দিতে খোঁপায়
সাগত হতে নীল এনে টিপ পতারে কপালে
অথচ সেই তুমি আজ ...
তোমার চোখে আজ চোখ রাখতে বড় ভয় হয় নিঝুম
তোমার ওই নেশাতুর চোখে এ কিসের ইঙ্গিত।
তুমি আজ যে পথের পথিক সে পঠিক নয়
ভ্রান্ত পথের পথিক কেন হলে তুমি?
ফিরে এসো ফিরে এসো ফিরে এসো
ওই আঁধারের জগৎ ছেড়ে সোলানি আলোয়।
৪ জানুয়ারি ২০১৬
আমি যে তোমাকে চিনতাম একি সেই তুমি?
যে তুমি স্মকিং ঘৃণা করতে যে ঠোঁট
একটি ঠোঁটের স্পর্শেই ছিলো ব্যকুল
যে আঁখি একটি মুখের জন্য ছিল তৃষ্ণার্ত
একটি হাসির নেশায় ছিলো নেশাতুর
সেই ডালিম রাঙা ঠোঁট এখন
ক্ষণে ক্ষণেই চেপে ধরেছে জ্বলন্ত সিগারেট।
ওই চাতক চোখ খুঁজে ফেরে নর্তকি দেহ
কি দোষে, তুমি এত নিষ্ঠুর হলে?
সে তো তোমাকেই সপেছিল তার সরল মন।
তবু কিসের নেশায়, তোমার এই অধপনত?
কেন তুমি এত বদলে গেলে?
তুমি কি ভুলে গেলে সেই সব স্মৃতিময় দিন।
তোমার কি মনে পড়েনা
কত পূর্ণিমায় নিশি জেগেছি দেখেছি মায়াবী চাঁদ
হেঁটেছি দু’জন পাশাপাশি হাতে রেখে দুটি হাত
স্বপ্নের কোলে মাথা রেখে হারিয়ে যেতাম
বিম্বিসার অমরাবতীর দেশে।
ওই আকাশ থেকে কুড়িয়ে এনে তারার ফুল
মালা গেঁথে পরিয়ে দিতে খোঁপায়
সাগত হতে নীল এনে টিপ পতারে কপালে
অথচ সেই তুমি আজ ...
তোমার চোখে আজ চোখ রাখতে বড় ভয় হয় নিঝুম
তোমার ওই নেশাতুর চোখে এ কিসের ইঙ্গিত।
তুমি আজ যে পথের পথিক সে পঠিক নয়
ভ্রান্ত পথের পথিক কেন হলে তুমি?
ফিরে এসো ফিরে এসো ফিরে এসো
ওই আঁধারের জগৎ ছেড়ে সোলানি আলোয়।
৪ জানুয়ারি ২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ এম মাসুম বিল্লাহ ০৫/০৪/২০১৬প্রেমের কবিতায় মুগ্ধ হলাম।
-
মোঃ নাজমুল হাসান ১৩/০৩/২০১৬সুন্দর। কবিকে শুভেচ্ছা।
-
প্রদীপ চৌধুরী. ১২/০৩/২০১৬অসাধারণ
-
মোঃ সরব বাবু ১২/০৩/২০১৬খুব ভালো লাগলো কবি।অসাধারণ....
"বিম্বিসার" শব্দটি আরো বেশি ভালো লেগেছে। এই শব্দটি প্রথম দেখেছিলাম জীবনানন্দের কবিতায়। দীর্ঘ বিরতির পর আবার দেখলাম।
এখন আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই-
"ফিরে এসো আলোকিত দেশে
এই পথ-প্রান্তর ভালবেসে। " -
নির্ঝর ১২/০৩/২০১৬দারুন
-
সফি সুমন ১২/০৩/২০১৬ভালো লেগেছে, কিন্তু এক লাইন আর এক লাইনে মিশেছে, লাইন শেষে এন্টার দিতে ভুলবেন না যেন কবি...
-
সৈয়দ আলি আকবর, ১১/০৩/২০১৬সুন্দর