বাঙালী নারী
এ দুটি হাত ধরে বুকে টেনে নাও
দেখো শান্তির পরশ বুলিয়ে দেব
তোমার সমস্ত দেহ মনে
আঁচল দিয়ে আলতো হাতে মুছে দেব কপালের ঘাম।
তোমার হাতের পোড়া সিগারেট ছুড়ে ফেলে দিয়ে
আমার ওষ্ঠদয় রাখব তোমার ওষ্ঠদয়ে।
প্রশ্ন করব না তোমার চোখ কেন এত লাল?
চোখের ভাষায় বুঝে নিব কি চায়
অই উদাসী রক্তরাঙা দুটি চোখ।
বাইরে থেকে ফিরতেই নিপুন হাতে
খুলে দেব তমার শার্টের বোতাম
তুমি চাওয়ার আগেই ভেজে এনে দিব
পাট শাকের সাথে আরো দুটো শুকনো মরিচ।
ভেরত থেকে দরজা খুলে দিতে
আমি দাঁড়িয়ে থাকব অধীর আগ্রহে।
ভেব না এখন ডিজিটাল যুগ বলে
এড়িয়ে যাব স্বামী সেবার দায় থেকে।
বাঙালী নারী আমি পতি...........................।
২২/১২/২০১৫
দেখো শান্তির পরশ বুলিয়ে দেব
তোমার সমস্ত দেহ মনে
আঁচল দিয়ে আলতো হাতে মুছে দেব কপালের ঘাম।
তোমার হাতের পোড়া সিগারেট ছুড়ে ফেলে দিয়ে
আমার ওষ্ঠদয় রাখব তোমার ওষ্ঠদয়ে।
প্রশ্ন করব না তোমার চোখ কেন এত লাল?
চোখের ভাষায় বুঝে নিব কি চায়
অই উদাসী রক্তরাঙা দুটি চোখ।
বাইরে থেকে ফিরতেই নিপুন হাতে
খুলে দেব তমার শার্টের বোতাম
তুমি চাওয়ার আগেই ভেজে এনে দিব
পাট শাকের সাথে আরো দুটো শুকনো মরিচ।
ভেরত থেকে দরজা খুলে দিতে
আমি দাঁড়িয়ে থাকব অধীর আগ্রহে।
ভেব না এখন ডিজিটাল যুগ বলে
এড়িয়ে যাব স্বামী সেবার দায় থেকে।
বাঙালী নারী আমি পতি...........................।
২২/১২/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : মাহফুজুর রহমান পুষ্প ১৫/০২/২০১৬স্বামীর প্রতি এম্ নই যেন হ্য় ভাল্ বাসা
-
মনিরুজ্জামান রাফি ১১/০১/২০১৬একজন প্রকৃত বাঙ্গালী নারীর সবগুলো গুন ই তুলে ধরেছেন। খুব ভাল লাগলো কবি...
-
রিয়েল আবদুল্লাহ ১০/০১/২০১৬খুব ভালো লাগল
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৭/১২/২০১৫হৃদয়ের মণিকোঠায় সুসজ্জিত যে ভাবনাগুলো সর্বদা তাড়া করে বেড়ায় কবিকে তার এক বিমুর্ত তৈলচিত্র কবিতাটি।
বিঃদ্রঃ শুধু ভেরত এর স্থলে ভেতর পড়তে হবে। -
প্রদীপ কুমার দে ২৭/১২/২০১৫ভাবনা'টি নব, তবে বাস্তবে কত খানি সত্য তা নিয়ে শংসয় আছে।
কবিতা হিসেবে খুবই সুন্দর হয়েছে। -
পলাশ ২৪/১২/২০১৫শুদ্ধ সাহিত্য চর্চার মানুসিকতায় এবং নবীন-প্রবীণ লেখকদের একই ফ্রেমে তুলে ধরতে আমরা সম্প্রতি একটি অনলাইন সাহিত্য পত্রিকা শুরু করেছি । এখানকার লেখাগুলো নিয়ে আমরা হাতে ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের চেষ্টা করব । আপনি চাইলে আমাদের সহযাত্রী হতে পারেন । আমরা আপনার লেখা প্রকাশে আগ্রহী । আপনার লেখা সেরা সাহিত্য কর্মটি পাঠিয়ে দিন আমাদের মেইলে । আমরা লেখা প্রকাশে সর্বাত্মক চেষ্টা করব । সাথে এক কপি ছবি (সম্ভব হলে) ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত । আমাদের ই মেইল - [email protected] ওয়েব www.vabakatha.blogspot.com আমাদের ফেবু গ্রুপ- https://www.facebook.com/groups/1712000052364487/?ref=bookmarks
-
মোঃ মুলুক আহমেদ ২৩/১২/২০১৫ভালো লিখেছেন।
-
হিরণ্য হারুন ২৩/১২/২০১৫সুন্দর
-
মাহাবুব ২৩/১২/২০১৫ভালো লাগলো কবিতা, কবি।
-
নির্ঝর ২৩/১২/২০১৫অসাধারন কবিতা