নিখাত প্রেম
নিজেকে নিজে যতটা বিশ্বাস না করেছি
তার চেয়ে অধিক বিশ্বাস করেছিলাম তোমাকে
আর তাই, আমার স্থাবর অস্থাবর যা কিছু
সবই শপেছিলাম তোমার হাতে।
তুমি সেই বিশ্বাসের গলায় ছুরি বসিয়ে.........
তোমাকে বিশ্বাস করেছিলাম-
হয় তো এটাই আমার মস্ত বড় ভুল!
না তোমার উপর আমার মান-অভিমান
বা ঘৃণা এসবের কোনোটাই নেই।
তোমাকে যদি ঘৃণা করি তবে যে
আমার ভালোবাসাকে অপমান করা হবে!
তোমার চোখে হয় তো আমি পৃথিবীর
সব থেকে জঘণ্য তম নিকৃষ্ট.........।।
কিন্তু আমি যে তোমার চোখের তারায়
আমার পৃথিবী দেখেছিলা
ভেবেছিলাম বারমাস করব গোলাপের চাষ
সবুজ পাতার ফাঁকে ফুটবে রং বেরঙর ফুল
তুমি হয় তো জানোনা
তোমার ভালোবাসার অনলে জ্বলে পুড়ে
আজ জীবন আমার হয়েছে নিখাত।
১২/১২/২০১৫
তার চেয়ে অধিক বিশ্বাস করেছিলাম তোমাকে
আর তাই, আমার স্থাবর অস্থাবর যা কিছু
সবই শপেছিলাম তোমার হাতে।
তুমি সেই বিশ্বাসের গলায় ছুরি বসিয়ে.........
তোমাকে বিশ্বাস করেছিলাম-
হয় তো এটাই আমার মস্ত বড় ভুল!
না তোমার উপর আমার মান-অভিমান
বা ঘৃণা এসবের কোনোটাই নেই।
তোমাকে যদি ঘৃণা করি তবে যে
আমার ভালোবাসাকে অপমান করা হবে!
তোমার চোখে হয় তো আমি পৃথিবীর
সব থেকে জঘণ্য তম নিকৃষ্ট.........।।
কিন্তু আমি যে তোমার চোখের তারায়
আমার পৃথিবী দেখেছিলা
ভেবেছিলাম বারমাস করব গোলাপের চাষ
সবুজ পাতার ফাঁকে ফুটবে রং বেরঙর ফুল
তুমি হয় তো জানোনা
তোমার ভালোবাসার অনলে জ্বলে পুড়ে
আজ জীবন আমার হয়েছে নিখাত।
১২/১২/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ০৪/০৩/২০১৬ভালো লাগলে, শুভেচ্ছা।
-
শান্তনু মণ্ডল ২৯/১২/২০১৫ভাল লাগলো কবি l
-
জাফর পাঠান ২৫/১২/২০১৫শব্দ বানান ও বিন্যাসে ভুল আছে । দেখে নিবেন । অনুভূতি ভালো লাগলো । ভালো থাকুন ।
-
মোবারক হোসেন ১৪/১২/২০১৫বড় প্রেম শুধু কাছেই টানেনা,কখনো কখনো দুরেও
সরিয়ে দেয়।আপনার কবিতা পড়ে আসস্ত হলাম।অশেষ
দন্যবাদ। -
সীমা সান্যাল ১৪/১২/২০১৫ভালো লাগলো। আরও লিখতে থাকুন।
-
সাইদুর রহমান ১৩/১২/২০১৫খুব সুন্দর।
-
মোঃ মুলুক আহমেদ ১৩/১২/২০১৫"পোষা পাখির মত তারে,
পোষলাম বুকের খাঁচায়
আবশেষে দুঃখ পেলাম-
বেশি ভালোবাসায়|" -
নির্ঝর ১২/১২/২০১৫সুন্দর