www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘবতী মেয়ে

জলকেলির শরীর ছুঁয়ে উড়ে যায় মেঘবতী মেয়ে
কেতকী মনের গহীনে জল রঙে ছড়িয়ে দেয়
মেঘডুম্বুর শাড়ি পরে তন্বী মেঘের ছায়া।
কামিনীর কোমলতা লাজুক লজ্জাবতী হয়ে
             উঁকি দেয় হৃদয়ের আঙ্গিনায়।

হারানো প্রিয়ার ঘোমটা হঠাৎ খুলে গেলে
লাবণ্যময় মুখের একবিন্দু ঝিলিক
যেমন বিরহ কাতর প্রেমিকের চোখের লেন্সে ধরা পড়ে
ঠিক সে ভাবেই অথৈ বৃষ্টি জলের
           রিমঝিম সুর দু’চোখের ক্যনভাসে
এঁকে দেয় বিদ্যুৎ আলোর স্বপ্নীল আলপনা।

নিকোটিনের হলদে ধোঁয়া মিশে যায়
হৃদয়ের তীর ছুঁয়ে ওপাশের জানালায়।
যেখানে কেতকী কামিনী হাত ছুঁয়ে নুয়ে পড়ে
             আষাঢ়ের থৈ থৈ বৃষ্টির জল।

হাসনাহেনা রজনীগন্ধার সুবাসে
একচিলতে নির্লিপ্ত মন নিপুন ভাবে করে উন্মনা
মেঘবতী মেয়ে কেবলই দেয় হাত ছানি
           প্রবল উন্মদনায় সারা বেলা।।
২৯/১১/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মনকে ছুঁয়ে গেলো
  • সুদীপ দেবনাথ ১৩/০১/২০১৬
    মুগ্ধতায় ভরে গেল মন!! অসাধারণ!!
  • আষাঢ়ের থৈ থৈ বৃষ্টির জল।
    হাসনাহেনা রজনীগন্ধার সুবাসে
    একচিলতে নির্লিপ্ত মন নিপুন ভাবে
    করে উন্মনা ভালো লাগলো
  • ভালো লাগলো..
  • জে এস সাব্বির ০৮/০১/২০১৬
    আপনার কবিতাগুলি বেশ পরিনত ।আকর্ষনীয়ও বটে ।ভালো থাকবেন সবসময় ।
  • ধ্রুব রাসেল ০৬/০১/২০১৬
    জীবনানন্দের প্রভাব আছে। চমৎকার!
  • শিস খন্দকার ০৬/০১/২০১৬
    সুন্দর!
  • শান্তনু মণ্ডল ২৮/১২/২০১৫
    প্রকৃতি ও নারীর মেলবন্ধন অসাধারণ লাগলো l
  • প্রদীপ কুমার দে ২৬/১২/২০১৫
    প্রানবন্ত কবিতা, উপস্থাপনাটি খুব সুন্দর।
  • হাসান কাবীর ২২/১২/২০১৫
    চমৎকার, খুব ভাল লেগেছে।
  • ভালো লাগলো।
  • অনেক সুন্দর ও পাকা হাতের লেখা।
  • ভাল
  • ১১/১২/২০১৫
    চমৎকার লেখা ।
  • ইসরাত রিতুল ১১/১২/২০১৫
    চমৎকার লিখেছেন কবি।
  • নির্ঝর ১১/১২/২০১৫
    নতুন লেখা চাই
  • সীমা সান্যাল ১১/১২/২০১৫
    খুব ই পরিণত কবিতা।ভীষণ ভাল হয়েছে।
  • ভালো হয়েছে।
  • নির্ঝর ১০/১২/২০১৫
    লেখা ভাল হয়েছে, শুভ কামনা থাকল
 
Quantcast