মেঘবতী মেয়ে
জলকেলির শরীর ছুঁয়ে উড়ে যায় মেঘবতী মেয়ে
কেতকী মনের গহীনে জল রঙে ছড়িয়ে দেয়
মেঘডুম্বুর শাড়ি পরে তন্বী মেঘের ছায়া।
কামিনীর কোমলতা লাজুক লজ্জাবতী হয়ে
উঁকি দেয় হৃদয়ের আঙ্গিনায়।
হারানো প্রিয়ার ঘোমটা হঠাৎ খুলে গেলে
লাবণ্যময় মুখের একবিন্দু ঝিলিক
যেমন বিরহ কাতর প্রেমিকের চোখের লেন্সে ধরা পড়ে
ঠিক সে ভাবেই অথৈ বৃষ্টি জলের
রিমঝিম সুর দু’চোখের ক্যনভাসে
এঁকে দেয় বিদ্যুৎ আলোর স্বপ্নীল আলপনা।
নিকোটিনের হলদে ধোঁয়া মিশে যায়
হৃদয়ের তীর ছুঁয়ে ওপাশের জানালায়।
যেখানে কেতকী কামিনী হাত ছুঁয়ে নুয়ে পড়ে
আষাঢ়ের থৈ থৈ বৃষ্টির জল।
হাসনাহেনা রজনীগন্ধার সুবাসে
একচিলতে নির্লিপ্ত মন নিপুন ভাবে করে উন্মনা
মেঘবতী মেয়ে কেবলই দেয় হাত ছানি
প্রবল উন্মদনায় সারা বেলা।।
২৯/১১/২০১৫
কেতকী মনের গহীনে জল রঙে ছড়িয়ে দেয়
মেঘডুম্বুর শাড়ি পরে তন্বী মেঘের ছায়া।
কামিনীর কোমলতা লাজুক লজ্জাবতী হয়ে
উঁকি দেয় হৃদয়ের আঙ্গিনায়।
হারানো প্রিয়ার ঘোমটা হঠাৎ খুলে গেলে
লাবণ্যময় মুখের একবিন্দু ঝিলিক
যেমন বিরহ কাতর প্রেমিকের চোখের লেন্সে ধরা পড়ে
ঠিক সে ভাবেই অথৈ বৃষ্টি জলের
রিমঝিম সুর দু’চোখের ক্যনভাসে
এঁকে দেয় বিদ্যুৎ আলোর স্বপ্নীল আলপনা।
নিকোটিনের হলদে ধোঁয়া মিশে যায়
হৃদয়ের তীর ছুঁয়ে ওপাশের জানালায়।
যেখানে কেতকী কামিনী হাত ছুঁয়ে নুয়ে পড়ে
আষাঢ়ের থৈ থৈ বৃষ্টির জল।
হাসনাহেনা রজনীগন্ধার সুবাসে
একচিলতে নির্লিপ্ত মন নিপুন ভাবে করে উন্মনা
মেঘবতী মেয়ে কেবলই দেয় হাত ছানি
প্রবল উন্মদনায় সারা বেলা।।
২৯/১১/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ বিশ্বাস ১৪/০১/২০১৬মনকে ছুঁয়ে গেলো
-
সুদীপ দেবনাথ ১৩/০১/২০১৬মুগ্ধতায় ভরে গেল মন!! অসাধারণ!!
-
মোহাম্মদ আয়নাল হক ১৩/০১/২০১৬আষাঢ়ের থৈ থৈ বৃষ্টির জল।
হাসনাহেনা রজনীগন্ধার সুবাসে
একচিলতে নির্লিপ্ত মন নিপুন ভাবে
করে উন্মনা ভালো লাগলো -
মোঃ নাজমুল হাসান ১১/০১/২০১৬ভালো লাগলো..
-
জে এস সাব্বির ০৮/০১/২০১৬আপনার কবিতাগুলি বেশ পরিনত ।আকর্ষনীয়ও বটে ।ভালো থাকবেন সবসময় ।
-
ধ্রুব রাসেল ০৬/০১/২০১৬জীবনানন্দের প্রভাব আছে। চমৎকার!
-
শিস খন্দকার ০৬/০১/২০১৬সুন্দর!
-
শান্তনু মণ্ডল ২৮/১২/২০১৫প্রকৃতি ও নারীর মেলবন্ধন অসাধারণ লাগলো l
-
প্রদীপ কুমার দে ২৬/১২/২০১৫প্রানবন্ত কবিতা, উপস্থাপনাটি খুব সুন্দর।
-
হাসান কাবীর ২২/১২/২০১৫চমৎকার, খুব ভাল লেগেছে।
-
দেবব্রত সান্যাল ২২/১২/২০১৫ভালো লাগলো।
-
এস, এম, আরশাদ ইমাম ১২/১২/২০১৫অনেক সুন্দর ও পাকা হাতের লেখা।
-
আজিজুল হক ওয়াসিম ১২/১২/২০১৫ভাল
-
অ ১১/১২/২০১৫চমৎকার লেখা ।
-
ইসরাত রিতুল ১১/১২/২০১৫চমৎকার লিখেছেন কবি।
-
নির্ঝর ১১/১২/২০১৫নতুন লেখা চাই
-
সীমা সান্যাল ১১/১২/২০১৫খুব ই পরিণত কবিতা।ভীষণ ভাল হয়েছে।
-
জুনায়েদ বি রাহমান ১০/১২/২০১৫ভালো হয়েছে।
-
নির্ঝর ১০/১২/২০১৫লেখা ভাল হয়েছে, শুভ কামনা থাকল