সময়ের হালচাল
মেয়েটিকে সেই প্রথম দেখেছি ট্রেনের কামরায়
ছেলেটির সাথে মেয়েটির প্রথম ট্রেনেই পরিচয়।
জানালা দিয়ে দেখছিল সে প্রকৃতির মায়া রূপ
ছেলেটিকে দেখি একাকী সিটে বসে আছে নিশ্চুপ।
বইয়ের পাতায় ডুবিয়ে নয়ন খুঁজছে মেয়েটি পোকা
ছেলেটি যেন কিছুই বোঝেনা অবুঝ ছোট্ট খোকা।
ইচ্ছে করেই পাড়িয়ে দিলো মেয়েটি ছেলের পা
ব্যথা কাতর পায়ে হাত রেখে ছেলেটি বলল উঃমা।
আড় নয়নে তাকিয়ে মেয়েটি হাসলো বক্র হাসি
ছেলেটি বলল মরি মরি বুঝি গলায় পড়লো ফাঁসি।
বাতাসে উড়ে ঘন কালো চুল পড়লো ছেলের মুখে
যেন ছেলেটির মন উঠলো ভরে অচেনা এক সুখে।
ছেলেটি তাকালো মেয়েটির দিকে চোখে পড়লো চোখ
বলল ছেলেটি মিষ্টি হেসে শুভ এই প্রেম শুভ হোক।
৭/১২/২০১৫
ছেলেটির সাথে মেয়েটির প্রথম ট্রেনেই পরিচয়।
জানালা দিয়ে দেখছিল সে প্রকৃতির মায়া রূপ
ছেলেটিকে দেখি একাকী সিটে বসে আছে নিশ্চুপ।
বইয়ের পাতায় ডুবিয়ে নয়ন খুঁজছে মেয়েটি পোকা
ছেলেটি যেন কিছুই বোঝেনা অবুঝ ছোট্ট খোকা।
ইচ্ছে করেই পাড়িয়ে দিলো মেয়েটি ছেলের পা
ব্যথা কাতর পায়ে হাত রেখে ছেলেটি বলল উঃমা।
আড় নয়নে তাকিয়ে মেয়েটি হাসলো বক্র হাসি
ছেলেটি বলল মরি মরি বুঝি গলায় পড়লো ফাঁসি।
বাতাসে উড়ে ঘন কালো চুল পড়লো ছেলের মুখে
যেন ছেলেটির মন উঠলো ভরে অচেনা এক সুখে।
ছেলেটি তাকালো মেয়েটির দিকে চোখে পড়লো চোখ
বলল ছেলেটি মিষ্টি হেসে শুভ এই প্রেম শুভ হোক।
৭/১২/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সীমা সান্যাল ১০/১২/২০১৫শুরু হোক পথচলা।।।।।
-
সভ্যচাষী সপ্তম ০৮/১২/২০১৫বাস ট্রেণ ট্রামে জনাকীর্ণ নির্জনতায় সূচনা পর্ব ভালো কার না লাগে বলুন। তবে ব্যাপারটা বিরক্তিকর হওয়া সত্বেও সুন্দর কবিতা হতে পারে ভাবিনি কখনও।
-
দেবাশীষ দিপন ০৭/১২/২০১৫ভাল লাগা নিয়ে গেলাম।
-
জুনায়েদ বি রাহমান ০৭/১২/২০১৫ভালো লেগেছে।
-
হাসান কাবীর ০৭/১২/২০১৫সুখ্পাঠ্য হয়েছে।সহজ সরল, সব লেখায় যে কাব্য ব্যাকরন মানতে হবে কে বলেছে? সুভেচ্ছা, ইচ্ছে করেই বানান ভুল করলাম।
-
মনিরুজ্জামান শুভ্র ০৭/১২/২০১৫দারুণ। অনেক ভাল লাগলো ।
-
মোঃ মুলুক আহমেদ ০৭/১২/২০১৫অসাধারণ একটি কবিতা!
-
পরশ ০৭/১২/২০১৫দারুন!