www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একুশ মানে

একুশ মানে একুশ তো নয়, একুশ মায়ের মান,
একুশ আমার ভায়ের ত্যাগের রক্তের অবদান।
একুশ মানে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ঝুটি
একুশ মানে প্রভাত ফেরি দল বেধে সব জুটি।
একুশ মানে গায় শোনো গান তিতুমিরের কন্যা
একুশ মানে নগ্ন পায়ে যায় মিছিলের বন্যা।
একুশ মানে ফুল দিয়ে হয় শহীদ মিনার ঢাকা
একুশ মানে শান্ত সকাল পিচ ঢালা পথ ফাঁকা।
একুশ মানে আনন্দ বাঁধ আমরা সবাই জানি
একুশ মানে মায়ের দু’চোখে অশ্রু সজল পানি।
একুশ মানে আলপনাতে পথ-ঘাট সব আঁকা
একুশ মানে রক্ত দিয়ে মায়ের সম্মান রাখা।
একুশ মানে বাংলা ভাষা মিটায় সকল তৃষা
একুশ মানে দীপ্ত স্লোগান মনের সকল আশা।
একুশ মানে ফাগুন মাসে হাজার ফুলের মেলা
একুশ মানে মালা গেঁথে কাটে আমার বেলা।
একুশ মানে দূর্বা ঘাসে শিশির মুক্ত দানা
একুশ মানে মন খুলে ভাই প্রাণের গান গানা।
একুশ মানে মিষ্টি সুরে রাখাল ছেলের বাঁশি
একুশ মানে ঘাসের বুকে ফুল কলিদের হাসি।
একুশ মানে কোকিলের গান তানপুরাই তান
ফেব্রুয়ারি আসলে ফিরে মন করে আনচান।
২৮/১১/২০০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসামান্য লেখা।
  • জয় ০৯/১২/২০১৫
    বাহা , একুশে ফেব্রুয়ারী কে তো একটা তো একটা উৎসবের আমেজে পাওয়া গেল ।
    • ধন্যবাদ
    • ফেব্রুয়ারিতে মাস ব্যাপী চলে কবিদের মিলন মেলা।
      ২১ ফেব্রুয়ারিতে সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের পরম পাওয়া।
  • খুব ভাল লাগলো কবিবন্ধু।
  • মোঃ মুলুক আহমেদ ০১/১২/২০১৫
    সত্যিই সুন্দর হয়েছে কবিতাটি।
    একুশ মানেই.......!!!
  • দারুণ!!!!!!!!!!!
  • অভিষেক মিত্র ০১/১২/২০১৫
    সুন্দর
  • কতযে কবিতা খুজে এলাম আমি কতযে সময় হল পাড়,
    তোমার মতন এত সন্দার কবি কাউকে তো দেখিনি গো আর।
  • দারুণ ছন্দময়
  • দেবাশীষ দিপন ৩০/১১/২০১৫
    একুশের কবিতায় মুগ্ধ।ছন্দটাও অসাধারণ।।
    • আন্তরিক প্রীতি ও শভেচ্ছা জানাই কবিকে।কবির সুন্দর মন্তব্য আমার উদ্দীপনা অনেক বাড়িয়ে দিলো।এভাবে পাশে থেকে প্রেরণা দানের জন্য কবিকে অশেষ কৃতজ্ঞতা জানাই।
  • হাসান কাবীর ৩০/১১/২০১৫
    চমৎকার লিখেছেন কবি। আমিও লিখবো ভাবছিলাম, কিন্তু উপমা সবতো আপনি নিয়ে নিলেন।
    • ভয় নেই কবি খুঁজে দেখুন কিছু তো রেখে দিয়েছি আপনার জন্য শুধু একটু কষ্ট করতে হবে বন্ধু।......ধন্যবাদ আন্তরিক প্রীতি ও শভেচ্ছা জানাই কবিকে।কবির সুন্দর মন্তব্য আমার উদ্দীপনা অনেক বাড়িয়ে দিলো।এভাবে পাশে থেকে প্রেরণা দানের জন্য কবিকে অশেষ কৃতজ্ঞতা জানাই।
  • অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বীকৃতি ভাষার। ভাষা দিবসের ঔজ্বল্য আরো বৃদ্ধি হোক। ভাষা দিবস জিন্দাবাদ। বাংলা ভাষা জিন্দাবাদ।

    সুন্দর কবিতা। কবিবন্ধুকে শুভেচ্ছা জানাই ।
    • আন্তরিক প্রীতি ও শভেচ্ছা জানাই কবিকে।কবির সুন্দর মন্তব্য আমার উদ্দীপনা অনেক বাড়িয়ে দিলো।এভাবে পাশে থেকে প্রেরণা দানের জন্য কবিকে অশেষ কৃতজ্ঞতা জানাই।
 
Quantcast