ক্রোধ
ছোট্ট একটা নাকফুল কতই বা মূল্য তার
পাঁচশ, সাতশ,বড় জোর হাজার?
অতি ক্ষুদ্র, তবু বন্ধন তার এতটাই অটুট যা
মৃত্যুও পারবেনা ছিন্ন করতে।
অথচ কত সহজে সেদিন তুমি ছিড়ে ফেলেছিলে সে বাঁধন।
একটি বারও ভাবলে না কি হবে আমার!
ক্ষুদ্র নাকফুল কতটা যন্ত্রণার কারণ হতে পারে?
তোমার চলে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম ঠিকই
কিন্তু ভেঙ্গে পড়িনি কারণ-
আমি জানি জীবন বড় কঠিণ।
এখানে বারবার হোঁচট খেয়ে খেয়ে
আবার উঠে দাঁড়াতে হয়।
আমি তো তোমাকে আঁকড়েই বাঁচতে চেয়েছিলাম
আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে
চলে গিয়েছিলে আপন খেয়ালে।
চলেই যদি গেলে তবে কেন আবার ফিরে এলে?
হা হা হা হাসালে আমায়,
নাকফুল ফিরিয়ে দিয়েছি বলে খারাপ লাগলো
খুব দুঃখ পেয়েছ তুমি তাই না?
অথচ সেদিন একটি বারও কি ভেবেছিলে
যখন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলে
তখন কতটা ব্যথা আমি পেয়েছিলাম?
২৬/১১/২০১৫
পাঁচশ, সাতশ,বড় জোর হাজার?
অতি ক্ষুদ্র, তবু বন্ধন তার এতটাই অটুট যা
মৃত্যুও পারবেনা ছিন্ন করতে।
অথচ কত সহজে সেদিন তুমি ছিড়ে ফেলেছিলে সে বাঁধন।
একটি বারও ভাবলে না কি হবে আমার!
ক্ষুদ্র নাকফুল কতটা যন্ত্রণার কারণ হতে পারে?
তোমার চলে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম ঠিকই
কিন্তু ভেঙ্গে পড়িনি কারণ-
আমি জানি জীবন বড় কঠিণ।
এখানে বারবার হোঁচট খেয়ে খেয়ে
আবার উঠে দাঁড়াতে হয়।
আমি তো তোমাকে আঁকড়েই বাঁচতে চেয়েছিলাম
আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে
চলে গিয়েছিলে আপন খেয়ালে।
চলেই যদি গেলে তবে কেন আবার ফিরে এলে?
হা হা হা হাসালে আমায়,
নাকফুল ফিরিয়ে দিয়েছি বলে খারাপ লাগলো
খুব দুঃখ পেয়েছ তুমি তাই না?
অথচ সেদিন একটি বারও কি ভেবেছিলে
যখন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলে
তখন কতটা ব্যথা আমি পেয়েছিলাম?
২৬/১১/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসিফ আমের চৌধুরী ০৪/১২/২০১৫সুন্দর
-
নির্ঝর ০৪/১২/২০১৫এটাই হওয়ার ছিল কি?
-
জুনায়েদ বি রাহমান ০৩/১২/২০১৫গদ্যছন্দের কবিতা। ভালো লাগলো। বানানের প্রতি আরো যত্নশীল হওয়া দরকার। শুভ কামনা।
-
মোঃ মুলুক আহমেদ ০২/১২/২০১৫মাফ করবেন প্রিয় কবি।
এটার শ্রেণি বিভাগ কবিতা না হয়ে প্রবন্ধ বা অন্যকিছু হলে মনে হয় ভালো হত।
কারণ, কবিতায় সাধারণত সবাই ছন্দ খুঁজে। -
জাফর পাঠান ০২/১২/২০১৫গভীর মনানুভূতি ফুটে উঠেছে লেখাটিতে । শুভাশীর্বাদ রইল ।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/১১/২০১৫ধন্যবাদ বন্ধু
-
দেবব্রত সান্যাল ৩০/১১/২০১৫একটু বানান এডিট করুন। কবিতা কোথায় ? গদ্য ছন্দের ও কিছু নিয়ম আছে।