www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্রোধ

ছোট্ট একটা নাকফুল কতই বা মূল্য তার
পাঁচশ, সাতশ,বড় জোর হাজার?
অতি ক্ষুদ্র, তবু  বন্ধন তার এতটাই অটুট যা
মৃত্যুও পারবেনা ছিন্ন করতে।
অথচ কত সহজে সেদিন তুমি ছিড়ে ফেলেছিলে সে বাঁধন।
একটি বারও ভাবলে না কি হবে আমার!
ক্ষুদ্র নাকফুল কতটা যন্ত্রণার কারণ হতে পারে?
তোমার চলে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম ঠিকই
কিন্তু ভেঙ্গে পড়িনি কারণ-
          আমি জানি জীবন বড় কঠিণ।
এখানে বারবার হোঁচট খেয়ে খেয়ে
আবার উঠে দাঁড়াতে হয়।
আমি তো তোমাকে আঁকড়েই বাঁচতে চেয়েছিলাম
আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে
      চলে গিয়েছিলে আপন খেয়ালে।
চলেই যদি গেলে তবে কেন আবার  ফিরে এলে?
হা হা হা  হাসালে আমায়,
নাকফুল ফিরিয়ে দিয়েছি বলে খারাপ লাগলো
খুব দুঃখ পেয়েছ তুমি তাই না?
অথচ সেদিন একটি বারও কি ভেবেছিলে
যখন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলে
       তখন কতটা ব্যথা আমি পেয়েছিলাম?

২৬/১১/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • নির্ঝর ০৪/১২/২০১৫
    এটাই হওয়ার ছিল কি?
  • গদ্যছন্দের কবিতা। ভালো লাগলো। বানানের প্রতি আরো যত্নশীল হওয়া দরকার। শুভ কামনা।
    • ধন্যবাদ বন্ধু দয়া করে ভুল বানান গুলো ধরিয়ে দিলে খুশি হব।
      • রাইটিং মিস্টেক! প্রায় সময় এমন হয়। যেমন- আমি জানি জীবন বড় (কঠিণ)। > কঠিন। আর চোখে পড়ছে না।
        (আপু আমার লেখা আপনার মন্তব্য চাই। আশাকরি ভূল ত্রুটি ধরিয়ে দিবেন।)
  • মোঃ মুলুক আহমেদ ০২/১২/২০১৫
    মাফ করবেন প্রিয় কবি।
    এটার শ্রেণি বিভাগ কবিতা না হয়ে প্রবন্ধ বা অন্যকিছু হলে মনে হয় ভালো হত।
    কারণ, কবিতায় সাধারণত সবাই ছন্দ খুঁজে।
    • গদ্য কবিতা হলেও এখানে এখানে অবশ্যি ছন্দ/দোলা আছে কবি।আমি আবৃত্তি শিল্পী আর তাই একটি কবিতা লিখে হবু বার পড়ি তারপর নেটে ছাড়ি।যদি বলেন বানান বিভ্রাট সেটা মেনে নিতে পারি কারন অনেক সময় টাইপ মিস্টেক হয়েই থাকে.........।ধন্যবাদ কবি
      • গদ্য কবিতা হলেও এখানে অবশ্যই ছন্দ /দোলা আছে।আমি আবৃত্তি শিল্পী।আর তাই একটি কবিতা লিখে বেশ কয়েক বার আবৃত্তি করেই তারপর সেটা প্রকাশ করি।বানান বিভ্রাট যদি বলেন তো সেটা মেনে নিতে পারি কারণ অনেক সময় টাইপ মিস্টেক হয়ে থাকে।-ধন্যবাদ কবি
  • জাফর পাঠান ০২/১২/২০১৫
    গভীর মনানুভূতি ফুটে উঠেছে লেখাটিতে । শুভাশীর্বাদ রইল ।
  • ধন্যবাদ বন্ধু
    • কবি ধন্যবাদ গ্রহণ করলাম। কিন্তু আপনি আমার এডিট করার অনুরোধ রাখেন নি।
  • একটু বানান এডিট করুন। কবিতা কোথায় ? গদ্য ছন্দের ও কিছু নিয়ম আছে।
 
Quantcast