প্রতিশোধ
আমি তো তোমাকে জানতাম না, চিনতাম না কে তুমি?
শিশিরের মত নিঃশব্দে এসে একদিন-
তুমিই বাড়িয়েছিলে প্রণয়ী হাত।
সেই তুমি আবার প্রয়োজন শেষে
ছেঁড়া কাগজের মত ছুড়ে ফেলে দিয়েছিলে।
শেষবারের মত শুধু একটিবার দেখা করতে চেয়েছিলাম
কিন্ত আমার সে চাওয়ার কোনো মূল্য সেদিন দাওনি তুমি।
দুঃখে,যন্ত্রণায়, লজ্জায়, ঘৃণায় অপমানে-
ইচ্ছে হয়েছিল পৃথিবী ছাড়তে,
কিন্তু সেটা হতো আমার পরাজয়।
তোমার সে চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারিনি
ভালোবাসার নামে তুমি খেলেছ জুয়া খেলা
আমি তো সে খেলায় হার মানতে পারিনা
জীবনে আমি যে হারমানতে শিখিনি।
আমার বিশ্বাস ছিল আবার ফিরবে তুমি এ বুকে।
আর সেইদিনই নেবো আমি অপমানের চরম প্রতিশোধ।
কত নিশি কেঁদেছি নিরবে চোখের জলে ভরেছে সাগর
সে কথা শুধু জানেন আমার বিধাতা।
সব কিছু সামলে নিয়ে যখন আবার
একাকী পথ চলতে শুরু করেছিলাম ঠিক তখনি ফিরে এলে
তুমি জানোনা যে হৃদয় একদিন ছিলো পলির মত তুলতুলে।
সেখানে আজ ছাই চাপা পড়ে আছে তুষের অনল
যে অনল হালকা বাতাসে দাউ দাউ উঠবে জ্বলে।
এত দিন এই দিনটির অপেক্ষাতেই ছিলাম
এত দিনে হাতের মুঠোয় এলো সেই সুবর্ণ সুযোগ
এবার বারুদের মুখে জ্বে্লে দিব
শুধু ছোট্ট একটা দেয়াশলাই এর কাঠি
যে অনলে আমি পুড়েছি সে অনলে তুমিও পুড়ে হবে ছাই।
২৬/১১/২০১৫
শিশিরের মত নিঃশব্দে এসে একদিন-
তুমিই বাড়িয়েছিলে প্রণয়ী হাত।
সেই তুমি আবার প্রয়োজন শেষে
ছেঁড়া কাগজের মত ছুড়ে ফেলে দিয়েছিলে।
শেষবারের মত শুধু একটিবার দেখা করতে চেয়েছিলাম
কিন্ত আমার সে চাওয়ার কোনো মূল্য সেদিন দাওনি তুমি।
দুঃখে,যন্ত্রণায়, লজ্জায়, ঘৃণায় অপমানে-
ইচ্ছে হয়েছিল পৃথিবী ছাড়তে,
কিন্তু সেটা হতো আমার পরাজয়।
তোমার সে চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারিনি
ভালোবাসার নামে তুমি খেলেছ জুয়া খেলা
আমি তো সে খেলায় হার মানতে পারিনা
জীবনে আমি যে হারমানতে শিখিনি।
আমার বিশ্বাস ছিল আবার ফিরবে তুমি এ বুকে।
আর সেইদিনই নেবো আমি অপমানের চরম প্রতিশোধ।
কত নিশি কেঁদেছি নিরবে চোখের জলে ভরেছে সাগর
সে কথা শুধু জানেন আমার বিধাতা।
সব কিছু সামলে নিয়ে যখন আবার
একাকী পথ চলতে শুরু করেছিলাম ঠিক তখনি ফিরে এলে
তুমি জানোনা যে হৃদয় একদিন ছিলো পলির মত তুলতুলে।
সেখানে আজ ছাই চাপা পড়ে আছে তুষের অনল
যে অনল হালকা বাতাসে দাউ দাউ উঠবে জ্বলে।
এত দিন এই দিনটির অপেক্ষাতেই ছিলাম
এত দিনে হাতের মুঠোয় এলো সেই সুবর্ণ সুযোগ
এবার বারুদের মুখে জ্বে্লে দিব
শুধু ছোট্ট একটা দেয়াশলাই এর কাঠি
যে অনলে আমি পুড়েছি সে অনলে তুমিও পুড়ে হবে ছাই।
২৬/১১/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/১২/২০১৫ধন্যবাদ
-
হাসান কাবীর ০৬/১২/২০১৫আমি লেখায় ভুল ধরার পক্ষপাতী নই, লেখক নিজেই লেখা বারবার পড়ে সংশোধন করে নিবে, এটাই কাম্য, চমৎকার লিখেছেন, তবে বিরহ যাতনা কাউকে প্রতিশোধ পরায়ণ করে তুললে, বুঝতে হবে তার ভালোবাসায় খাদ ছিলো।
-
মোঃ মুলুক আহমেদ ০২/১২/২০১৫কবিতাটিতে যা বুজানো হয়েছে তা গভীর চিন্তায় বুজতে হবে।
-
দেবব্রত সান্যাল ৩০/১১/২০১৫পলি তুলতুলে হয়না। কবিতাতে কিছু আপাত বিরোধ আছে, শেষের দিকে। শুধু ভাবনা নয় , ভাব ও চাই।