নারী
সৃষ্টির শুরুতে এক নারী বলেছিল; "হে বিধাতা,
তুমি আমায় নরের অর্ধাঙ্গী করোনা,
আমি সইতে পারবনা এই যাতনা।"
কিন্তু বিধাতা শুনলেন না তার আর্তি,
মহীয়সী রুপে তারে করলেন নরের অর্ধাঙ্গী,
অবয়বে জুড়ায় সব পুং আঁখি,
এ যেন সকল পৌরুষের বধ্যভুমি।
সৃজনের শুরুতে রমনী করেছিল আরেকটি আর্জি;
"হে বিধাতা, তুমি আমায় করোনা মায়াবতী,
তুমি তো জানো বড় নিষ্ঠুর এ মর্তভুমি।"
তাতেও নড়চড় হয়নি বিধাতার মর্জি,
সুনিপুণ ভাবে করলেন অঙ্গনারে সৃষ্টি,
সর্বাঙ্গে যেন কামনার প্রতিধ্বনি,
জলশুন্য নরের হৃদয়েও তার জন্য নামে বৃষ্টি।
সৃষ্টির শুরুতে হয়তো কোন বনিতা করেছিল আর্জি,
হয়তো করেনি,
তবু এটা জানে ধরনী-
প্রতিটি নারী তার আপন ক্ষেত্রে মহীয়সী।
তুমি আমায় নরের অর্ধাঙ্গী করোনা,
আমি সইতে পারবনা এই যাতনা।"
কিন্তু বিধাতা শুনলেন না তার আর্তি,
মহীয়সী রুপে তারে করলেন নরের অর্ধাঙ্গী,
অবয়বে জুড়ায় সব পুং আঁখি,
এ যেন সকল পৌরুষের বধ্যভুমি।
সৃজনের শুরুতে রমনী করেছিল আরেকটি আর্জি;
"হে বিধাতা, তুমি আমায় করোনা মায়াবতী,
তুমি তো জানো বড় নিষ্ঠুর এ মর্তভুমি।"
তাতেও নড়চড় হয়নি বিধাতার মর্জি,
সুনিপুণ ভাবে করলেন অঙ্গনারে সৃষ্টি,
সর্বাঙ্গে যেন কামনার প্রতিধ্বনি,
জলশুন্য নরের হৃদয়েও তার জন্য নামে বৃষ্টি।
সৃষ্টির শুরুতে হয়তো কোন বনিতা করেছিল আর্জি,
হয়তো করেনি,
তবু এটা জানে ধরনী-
প্রতিটি নারী তার আপন ক্ষেত্রে মহীয়সী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ০২/০৩/২০১৭চমৎকার কবি
-
জহির মাহমুদ ০১/০৩/২০১৭প্রতিটি নারী তার আপন ক্ষেত্রে মহিয়সী.....অনবদ্য...
-
রবিউল ইসলাম রাব্বি ০১/০৩/২০১৭বাহ্ অসাধারন ভাবে নারীর বন্দনা...। আসলেই তারা অদৃশ্য মায়ার স্রোত ।
যে স্রোতে কত পুরুষ্যত্ব খোঁয়া গেছে নরকে...।
চমৎকার লেখায় মুগ্ধতা রেখে গেলাম কবির কবিতায় -
সাইয়িদ রফিকুল হক ০১/০৩/২০১৭ভালো হয়েছে।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৩/২০১৭দারুন নিবেদন
মহীয়সীদের জন্য।।
অপূর্ব, অপ্রতিদ্বন্ধী, দারুণ।
ধন্যবাদ