বিনদিনী
বিনদিনী বিহারী তুমি
তনয়া ওগো সুনয়না,
তোমারো চরনে ভুবন লুটিয়া
খুজিছে পরম শান্তি।
ওগো বিনদিনী তুমি শুনিতেছ কি
তোমার জন্য ধরাতলে,
আজ হইতেছে শান্তির মিছিল।
ভুবন জুড়িয়া স্লোগান একটাই
ওহে বিনদিনী, ধরনী তোমায় চায়।
বিনদিনী তুমি দেখিছ কি
শান্তির শ্রোতধারা বহিতে চায়,
তবু খুজিছে কারো বাহুডোর,
আমৃত্যু বন্ধন রবে শৃংখলহীন
শিখা চিরন্তন, বানী রবে অনির্বান।
বিনদিনী তুমি আমন্ত্রিত,
ধরনী তোমায় জানায় সাগতম
চোখ বুজে সপ্নের ভেলা ভাসায়,
আসিতেছে বিনদিনী আসিতেছে
বিনদিনীর আগমন।
তনয়া ওগো সুনয়না,
তোমারো চরনে ভুবন লুটিয়া
খুজিছে পরম শান্তি।
ওগো বিনদিনী তুমি শুনিতেছ কি
তোমার জন্য ধরাতলে,
আজ হইতেছে শান্তির মিছিল।
ভুবন জুড়িয়া স্লোগান একটাই
ওহে বিনদিনী, ধরনী তোমায় চায়।
বিনদিনী তুমি দেখিছ কি
শান্তির শ্রোতধারা বহিতে চায়,
তবু খুজিছে কারো বাহুডোর,
আমৃত্যু বন্ধন রবে শৃংখলহীন
শিখা চিরন্তন, বানী রবে অনির্বান।
বিনদিনী তুমি আমন্ত্রিত,
ধরনী তোমায় জানায় সাগতম
চোখ বুজে সপ্নের ভেলা ভাসায়,
আসিতেছে বিনদিনী আসিতেছে
বিনদিনীর আগমন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ০১/০৩/২০১৫খুব ভাল হয়েছ...
-
অ ২৮/০২/২০১৫সুন্দর...
-
শাহাদত হোসেন চৌধুরী ২৮/০২/২০১৫ধন্যবাদ সবাইকে
-
সাইদুর রহমান ২৮/০২/২০১৫বাহ ভাবনাও চমৎকার।
শুভেচ্ছা নিবেন। -
সবুজ আহমেদ কক্স ২৮/০২/২০১৫নাইস লিখা..................।।আরো ভালো করার জন্য বেশি করে করে লিখুন.....................।কবিতার খাতায় পাতায় পাতায়...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০২/২০১৫বাহ নাইস। কবিতা বলবো নাকি গান। অনেক ভালো লাগলো।