ভালোবাসা
ভালোবাসা সে তো সপ্নীল কোন এক রাজ্য
দুটি হৃদয়ের শৃংখলিত বন্ধন
জমাট বাধা অজস্র সপ্ন কনা,
মনের মাধুরী দিয়ে রাংগিয়ে তোলা কোন এক কাব্য।
ভালবাসা হল বংশী বাদকের সেই সুমিষ্ট সুর
পড়ন্ত বিকালে মাঠের এক কোনে বসে
ভাবলেসহীন চেহারায় আনমনে বাজিয়ে চলে,
নীলিমার দিগন্ত পানে হারায় বহুদুর।
ভালোবাসা হল ফসলের মাঠে কৃষকের এক চিলতে হাসি
দেহ মন উজার করে ফসল বোনা
অগ্রায়নের দুপুর আর পড়ন্ত বিকালে উঠানে শস্য তোলা,
নবান্নের পিঠা পুলির উতসবে হাসিখুশি চাষি।
ভালোবাসা হল শ্রমিকের ললাটে পরিস্ফুটিত ঘাম
রাত দিন কোন সীমা নেই
হাড্ডিসার দেহ নিয়ে, বাহু দুটো শক্ত করে,
দু মুঠো অন্ন যোগাতে কঠোর পরিশ্রম।
ভালোবাসা হল মায়ের সেই কোমল স্পর্শ
অপরিসীম স্নেহ আর সিমাহীন ভালোবাসা
নাড়ীর বন্ধনে আজন্ম বাধন,
পার্থীব অপার সুখের সংস্পর্শ।
ভালোবাসা হল চিরন্তন ও শাসত
কখন ছিলনা আদি নেই কোন অন্ত
ধরনীর সমস্ত কর্ম আর বন্ধন,
সবই ভালোবাসার নিদর্শন।
দুটি হৃদয়ের শৃংখলিত বন্ধন
জমাট বাধা অজস্র সপ্ন কনা,
মনের মাধুরী দিয়ে রাংগিয়ে তোলা কোন এক কাব্য।
ভালবাসা হল বংশী বাদকের সেই সুমিষ্ট সুর
পড়ন্ত বিকালে মাঠের এক কোনে বসে
ভাবলেসহীন চেহারায় আনমনে বাজিয়ে চলে,
নীলিমার দিগন্ত পানে হারায় বহুদুর।
ভালোবাসা হল ফসলের মাঠে কৃষকের এক চিলতে হাসি
দেহ মন উজার করে ফসল বোনা
অগ্রায়নের দুপুর আর পড়ন্ত বিকালে উঠানে শস্য তোলা,
নবান্নের পিঠা পুলির উতসবে হাসিখুশি চাষি।
ভালোবাসা হল শ্রমিকের ললাটে পরিস্ফুটিত ঘাম
রাত দিন কোন সীমা নেই
হাড্ডিসার দেহ নিয়ে, বাহু দুটো শক্ত করে,
দু মুঠো অন্ন যোগাতে কঠোর পরিশ্রম।
ভালোবাসা হল মায়ের সেই কোমল স্পর্শ
অপরিসীম স্নেহ আর সিমাহীন ভালোবাসা
নাড়ীর বন্ধনে আজন্ম বাধন,
পার্থীব অপার সুখের সংস্পর্শ।
ভালোবাসা হল চিরন্তন ও শাসত
কখন ছিলনা আদি নেই কোন অন্ত
ধরনীর সমস্ত কর্ম আর বন্ধন,
সবই ভালোবাসার নিদর্শন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০২/২০১৫দারুণ
-
জহির রহমান ১২/০২/২০১৫চৌধুরী সাহেব! ভালো লিখেছেন!!
-
মো ফয়সাল রহমান ১২/০২/২০১৫khub valo
-
সবুজ আহমেদ কক্স ১২/০২/২০১৫nice
-
ফিরোজ মানিক ১২/০২/২০১৫দারুণ কাব্যিকতা, অসাধারণ লেখনি ভাব।
-
শাহাদত হোসেন চৌধুরী ১১/০২/২০১৫ধন্যবাদ অ ভাই
-
অ ১১/০২/২০১৫সুন্দর হয়েছে কবি ।
শুভেচ্ছা রইল ।।