মৃত্যুর ছায়া
এলোমেল চার দেয়াল
বিষণ্ণ কোলাহল,,
চারদিকে মৃত্যুর ছায়া
বেঁচে থাকা অচল,,
নৃশংস হত্যা
রক্তাক্ত পৃথিবী,,
নিজের কাছে নিজেই
যেন মরীচিকা,,
অনুভুতি অর্থহীন
বাস্তবতা কল্পনা,,
নিজের কাছে নিজেই
যেন গোলক ধাঁধাঁ,,
মেলেনা অঙ্ক হিসেবের খাতা
ভুলের মাশুল দিচ্ছি,,
অসমাপ্ত কবিতা ছেঁড়া ডাইরি
বুকের মাঝে আর্তনাথ,,
ছাই চাপা আগুন
প্রতিদিন বাড়ছে দিগুন,,
পুড়ে পুড়ে হচ্ছি নিজে
পোড়া কয়লার মতন,,
লাশ কাটা ঘরে
যাবে আমারে নিয়ে,,
যদি পরে থাকি
বেওয়ারিশ কোন রাস্তায়,,
কফিনে আমি ঢাকা
সারা চাদরে মোরা,,
এই পৃথিবীর বুকে
এটাই আমার শেষ দেখা ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
বিষণ্ণ কোলাহল,,
চারদিকে মৃত্যুর ছায়া
বেঁচে থাকা অচল,,
নৃশংস হত্যা
রক্তাক্ত পৃথিবী,,
নিজের কাছে নিজেই
যেন মরীচিকা,,
অনুভুতি অর্থহীন
বাস্তবতা কল্পনা,,
নিজের কাছে নিজেই
যেন গোলক ধাঁধাঁ,,
মেলেনা অঙ্ক হিসেবের খাতা
ভুলের মাশুল দিচ্ছি,,
অসমাপ্ত কবিতা ছেঁড়া ডাইরি
বুকের মাঝে আর্তনাথ,,
ছাই চাপা আগুন
প্রতিদিন বাড়ছে দিগুন,,
পুড়ে পুড়ে হচ্ছি নিজে
পোড়া কয়লার মতন,,
লাশ কাটা ঘরে
যাবে আমারে নিয়ে,,
যদি পরে থাকি
বেওয়ারিশ কোন রাস্তায়,,
কফিনে আমি ঢাকা
সারা চাদরে মোরা,,
এই পৃথিবীর বুকে
এটাই আমার শেষ দেখা ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমন শরীফ ০৪/০৫/২০১৯চমৎকার প্রকাশ। ভালোলাগা অনিঃশেষ।
-
মেহেদী হাসান (নয়ন) ১৮/০১/২০১৭অসাধারণ লিখা, যার মাঝে ফুটে উঠেছে আমাদের আজকের সমাজের ছিত্র
-
মোহাম্মদ কামরুল ইসলাম ১১/১০/২০১৬সুন্দর লেখনী।
ধন্যবাদ -
সজীব ১০/১০/২০১৬অপরীহার্য শব্দের অভিশম্ভাবী বাণীবিন্যাস
-
অঙ্কুর মজুমদার ১০/১০/২০১৬vlo.
-
রাবেয়া মৌসুমী ১০/১০/২০১৬সুন্দর ।