তোমার অবুঝতা
তুমি সম্পর্কের কি বোঝ
তুমি শুধু খনিকের মোহই খোঁজ
তুমি আমাকে কতটা বোঝ
তুমি শুধু পার নিজের কথা ভাবতে
তুমি ভালোবাসার কি বোঝ
তুমি শুধু পার মনকে ভাঙতে
তুমি হৃদয়ের কতটুকু বোঝ
তুমি শুধু পার আমাকে কাঁদাতে
তুমি অনুভুতির কি বোঝ
তুমি শুধু পার দূরে সরে যেতে
তুমি বিশ্বাসের কি বোঝ
তুমি শুধু পার অবিশ্বাসে বাঁচতে
তুমি মায়ার কি বোঝ
তুমি শুধু পার ঘৃণায় জড়াতে
তুমি দুখের কি বোঝ
তুমি শুধু সুখের নেশাই খোঁজ ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
তুমি শুধু খনিকের মোহই খোঁজ
তুমি আমাকে কতটা বোঝ
তুমি শুধু পার নিজের কথা ভাবতে
তুমি ভালোবাসার কি বোঝ
তুমি শুধু পার মনকে ভাঙতে
তুমি হৃদয়ের কতটুকু বোঝ
তুমি শুধু পার আমাকে কাঁদাতে
তুমি অনুভুতির কি বোঝ
তুমি শুধু পার দূরে সরে যেতে
তুমি বিশ্বাসের কি বোঝ
তুমি শুধু পার অবিশ্বাসে বাঁচতে
তুমি মায়ার কি বোঝ
তুমি শুধু পার ঘৃণায় জড়াতে
তুমি দুখের কি বোঝ
তুমি শুধু সুখের নেশাই খোঁজ ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ২৭/০৯/২০১৬উদ্দেশ্যে অভিযোগ ই থাকুক , এসবে নিজেকে চেনার ক্ষমতা বাড়ে । ভালো লাগলো ।
-
ফয়জুল মহী ২৫/০৯/২০১৬উচ্ছ্বাস ছিনাইয়া লইয়া গেলেন লেখনীতে
-
অঙ্কুর মজুমদার ২৫/০৯/২০১৬khub sundor...
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৯/২০১৬অপূর্ব
-
মোহাম্মদ কামরুল ইসলাম ২৫/০৯/২০১৬খুব সুন্দর হয়েছে।
-
সোলাইমান ২৫/০৯/২০১৬nice
-
কালপুরুষ ২৪/০৯/২০১৬ভালো লাগলো