মেঘ ও পাহাড়ের কান্না
আমি মেঘ তুমি পাহাড়
আমাদের দুজনের কান্নাই এক,,
তুমি কাঁদলে ঝরে পর নিজের বুকে
আমি কাঁদলে সৃষ্টি হই বৃষ্টি রুপে,,
আমি মেঘ তুমি পাহাড়
দুজনের কষ্ট মিলে একাকার,,
কাছাকাছি আমারা করি বসবাস
মাঝখানে তফাত একটু ফারাক,,
আমি মেঘ তুমি পাহাড়
দুজনের কষ্ট একি ধারাপাত,,
তুমি দাড়িয়ে আছো অন্ত সীমাহীন
আমি তোমার উপরে আছি চিরদিন,,
আমি মেঘ তুমি পাহাড়
আমাদের কষ্টের রঙ এক,,
আমার কান্নার নাম হয় বৃস্টি
তোমার কান্নায় হয় ঝর্না সৃষ্টি,,
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
আমাদের দুজনের কান্নাই এক,,
তুমি কাঁদলে ঝরে পর নিজের বুকে
আমি কাঁদলে সৃষ্টি হই বৃষ্টি রুপে,,
আমি মেঘ তুমি পাহাড়
দুজনের কষ্ট মিলে একাকার,,
কাছাকাছি আমারা করি বসবাস
মাঝখানে তফাত একটু ফারাক,,
আমি মেঘ তুমি পাহাড়
দুজনের কষ্ট একি ধারাপাত,,
তুমি দাড়িয়ে আছো অন্ত সীমাহীন
আমি তোমার উপরে আছি চিরদিন,,
আমি মেঘ তুমি পাহাড়
আমাদের কষ্টের রঙ এক,,
আমার কান্নার নাম হয় বৃস্টি
তোমার কান্নায় হয় ঝর্না সৃষ্টি,,
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ০৭/১০/২০১৫Chomotker
-
সমরেশ সুবোধ পড়্যা ০৭/১০/২০১৫সুন্দর !
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৭/১০/২০১৫মেঘ আর পাহাড়
-
দেবব্রত সান্যাল ০৭/১০/২০১৫কি করে আপনাদের বোঝাই এক লেখা একাধিক জায়গায় (একই মাধ্যমে) প্রকাশ করতে নেই। সংশোধন করে নিন।আপনারা নিজেরাই জানেন।আপনাকে আমি আগেও তো লিখেছিলাম। নিয়ম মেনে চলুন। শুভেচ্ছা রইলো ।
-
জাজাফী ০৭/১০/২০১৫ভাল লাগলো।
-
দেবব্রত সান্যাল ০৭/১০/২০১৫আপনাকে অনুরোধ করছি , আসরে আর এখানে একই লেখা দেবেন না। দয়া করে তুলে নিন।
-
ঋজু কবি ০৭/১০/২০১৫খুব সুন্দর ।