এক কাপ চায়ের সাথে গল্প
সকালটা শুরু হল ঘুমহীন চোখে
ব্যাস্ততা বেড়ে গেলে আমার চারিদিকে,,
চায়ের কাপে চুমুক দিয়ে গল্প শুরু হয়
অফিসের কারনে আমার হয়ে যায় দেরি,,
সময় পেরিয়ে এলো ঠিক নয়টায়
টেবিলে এক কাপ চা এসে যায়,,
হাতে নিয়ে কাপ ফাইলের দিকে চোখ
ভুল গুলো সুদরে দেই আমি নিখুত,,
ঘড়ির কাটা যখন ঠিক একটা
সময় বলছে যেন লাঞ্চের কথা ,,
শেষ করে দুপরের খাবারের পড়ে
এক কাপ চা না হলে জমবে নারে,,
বিকেল গড়িয়ে যখন ঠিক পাঁচটা
বন্ধুদের জন্য আমার এই সময়টা,,
কাপে কাপে ঠোকাঠুকি আড্ডা ভীষণ
চায়ের কাপে চুমুক যেন বেশ শিহরন,,
সারা দিন ঘুরে চায়ের কাপের গল্প
তবুও রেশ রয়ে যায় কিছুটা অল্প,,
এইভাবেই শেষ হয় এক কাপ চা
কাল আবার শুরু হবে এই গল্পটা,,
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
ব্যাস্ততা বেড়ে গেলে আমার চারিদিকে,,
চায়ের কাপে চুমুক দিয়ে গল্প শুরু হয়
অফিসের কারনে আমার হয়ে যায় দেরি,,
সময় পেরিয়ে এলো ঠিক নয়টায়
টেবিলে এক কাপ চা এসে যায়,,
হাতে নিয়ে কাপ ফাইলের দিকে চোখ
ভুল গুলো সুদরে দেই আমি নিখুত,,
ঘড়ির কাটা যখন ঠিক একটা
সময় বলছে যেন লাঞ্চের কথা ,,
শেষ করে দুপরের খাবারের পড়ে
এক কাপ চা না হলে জমবে নারে,,
বিকেল গড়িয়ে যখন ঠিক পাঁচটা
বন্ধুদের জন্য আমার এই সময়টা,,
কাপে কাপে ঠোকাঠুকি আড্ডা ভীষণ
চায়ের কাপে চুমুক যেন বেশ শিহরন,,
সারা দিন ঘুরে চায়ের কাপের গল্প
তবুও রেশ রয়ে যায় কিছুটা অল্প,,
এইভাবেই শেষ হয় এক কাপ চা
কাল আবার শুরু হবে এই গল্পটা,,
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসিফ আমের চৌধুরী ০১/১০/২০১৫ভালো লাগল
-
সমরেশ সুবোধ পড়্যা ০১/১০/২০১৫খুব ভালো ।
-
শঙ্খদীপ মুসাফিরানা ঘোষ ০১/১০/২০১৫খুব সুন্দর
-
দেবব্রত সান্যাল ০১/১০/২০১৫প্রথমত , একই কবিতা , আসরে আর এখানে কেন দেন আপনিই জানেন। একটা চালু পুরনো কথা আছে ,Any time is tea time . সবিনয়ে বলি , কবিতাটা দাঁড়ায় নি। এ ধরেনের কবিতা ছন্দে লিখতে হয় , তা না হলে মজা পাওয়া যায়না। বানান ভুল ও যথেষ্ট।
-
রাশেদ খাঁন ০১/১০/২০১৫অসাধারন, খুব ভালো লাগলো