জীবন মানের বহতা নদী
জীবন নামের বহতা নদী
বইছে আপন মনে,,
স্রোতের মাঝে সুখ খোঁজে
কেউবা ক্ষণে ক্ষণে,,
একটা জীবন একটা নদী
সময় বড় অল্প,,
চাইবার থাকে অনেক কিছু
পূরণ হয় সল্প,,
তবুও নদী ছোটে তার
নিজ অজানা গন্তব্যে,,
কখনো সে পায় খুজে
মনের মতো কেউরে,,
কোন নদী শুকিয়ে যায়
চলার পথে হঠাৎ,,
কোন নদী থমকে যায়
পায় যদি একটু আঘাত,,
বহতা নদী চলতে থাকে
স্রোতের ধারে ধারে,,
কখনো কেউ খুজে পায়
মনের মানুষ টারে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
বইছে আপন মনে,,
স্রোতের মাঝে সুখ খোঁজে
কেউবা ক্ষণে ক্ষণে,,
একটা জীবন একটা নদী
সময় বড় অল্প,,
চাইবার থাকে অনেক কিছু
পূরণ হয় সল্প,,
তবুও নদী ছোটে তার
নিজ অজানা গন্তব্যে,,
কখনো সে পায় খুজে
মনের মতো কেউরে,,
কোন নদী শুকিয়ে যায়
চলার পথে হঠাৎ,,
কোন নদী থমকে যায়
পায় যদি একটু আঘাত,,
বহতা নদী চলতে থাকে
স্রোতের ধারে ধারে,,
কখনো কেউ খুজে পায়
মনের মানুষ টারে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ আই হাবীব ২৪/০৯/২০১৫মনের মানুষ টারে ...........
-
নাবিক ২৪/০৯/২০১৫খুব ভালো লাগলো
-
শমসের শেখ ২৩/০৯/২০১৫কবি, জীবনের ভালোই উদাহরণ দিয়েছেন। তবে আপনি কি সেই মানুষটা খুজে পেয়েছেন?
-
রুহুল আমীন রৌদ্র. ২২/০৯/২০১৫বহতা নদীর মত আপনার এ কবিতা।
-
রাশেদ খাঁন ২২/০৯/২০১৫খুব ভালো লেগেছে
-
নির্ঝর ২২/০৯/২০১৫ভালই লিখেছেন ভাই। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।
-
Rashed ২২/০৯/২০১৫খুব ভালো লাগলো
-
সমরেশ সুবোধ পড়্যা ২২/০৯/২০১৫সুন্দর !
-
নূরুজ্জামান নাঈম ২২/০৯/২০১৫ভাল। তবে 'জীবন নামের বহতা নদী' নাকী 'জীবন মানের বহতা নদী'
-
রইস উদ্দিন খান আকাশ ২২/০৯/২০১৫বেশ ছন্দে লিখেছেন