ভাগ্য
ভাগ্য বলে কিছু আছে
আমি তা বিশ্বাস করি ,,
ঘুরবে সেই ভাগ্যের চাকা
সেই সময়ের অপেক্ষা করি ,,
ভাগ্য লিখেন উপর ওয়ালা
তার নিজের হাতে ,,
কার ভাগ্য কোথায় আছে
জানা নেই কার কাছে ,,
আজকে রাজা কালকে ফকির
এটাই ভাগ্যের খেলা ,,
যোগ বিয়োগ হিসেব করে
যায় কি ভাগ্য বলা ,,
ভাগ্যে আছে কার কার
অনেক টাকা কড়ি ,,
ভাগ্যে আছে কেউবা আবার
রাস্তায় পড়ে মরি ,,
কেউ ভাগ্য বিশ্বাস করে
কেউবা করে না ,,
তবুও সবাই ভাগ্যের উপর
কথা বলে না !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com
আমি তা বিশ্বাস করি ,,
ঘুরবে সেই ভাগ্যের চাকা
সেই সময়ের অপেক্ষা করি ,,
ভাগ্য লিখেন উপর ওয়ালা
তার নিজের হাতে ,,
কার ভাগ্য কোথায় আছে
জানা নেই কার কাছে ,,
আজকে রাজা কালকে ফকির
এটাই ভাগ্যের খেলা ,,
যোগ বিয়োগ হিসেব করে
যায় কি ভাগ্য বলা ,,
ভাগ্যে আছে কার কার
অনেক টাকা কড়ি ,,
ভাগ্যে আছে কেউবা আবার
রাস্তায় পড়ে মরি ,,
কেউ ভাগ্য বিশ্বাস করে
কেউবা করে না ,,
তবুও সবাই ভাগ্যের উপর
কথা বলে না !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ২৯/০৯/২০১৫
-
রাশেদ খাঁন ২২/০৯/২০১৫ভাগ্য!! তার কথা কি আর বলবো
-
মোঃ মুসা খান ২১/০৯/২০১৫Nice
-
দেবাশিস্ ভট্টাচার্য্য ২১/০৯/২০১৫আছে নিশ্চিত আছে। কর্মের সাথেও ভাগ্যের যোগ আছে।
-
সুহেল ইবনে ইসহাক ২১/০৯/২০১৫Nice
-
মোবারক হোসেন ২১/০৯/২০১৫বিশ্বাসে মিলায় বস্তু ----।ধন্যবাদ কবিকে।
-
কিশোর কারুণিক ২১/০৯/২০১৫বেশ বেশ বেশ
এটাই ভাগ্যের খেলা ,,
যোগ বিয়োগ হিসেব করে
যায় কি ভাগ্য বলা ,,
"""
ঠিক বলেছেন কবি।