একটি ভাঙ্গা চশমা ও ছেড়া ডায়রির গল্প
আজ যে গল্পটা বলবো তোমাদের
ভাঙ্গা চশমা আর ছেড়া ডায়রির
বন্ধুত্ব ছিল তাদের মাঝে খুব বেশি
সময় সুযোগ পেলেই করতো লিখালিখি
আজ অবহেলায় পরে আছে ডায়রিটা
ফুরিয়ে গেছে কলমের সব গুলো লেখা
আজ ভেঙ্গে পরে আছে সেই চশমাটা
দেখতে পায়না লেখা হয়না কোন কবিতা
বয়সটা আজ সত্তরের কোঠায় ছুই ছুই
হাতের দুর্বলতা বেড়ে গেছে অনেক আগেই
আগের মত নেই আর লেখার উন্মাদনা
চোখের দৃষ্টি ঝাপসা হয়েছে দেখতে পায়না
বয়স যখন ছিল তার বাইশের কোঠায়
অনবরত লিখে যেত অবিরাম নির্দিধায়
রাতের পর রাত জেগেছে চলেছে কলম তার
চোখে ছিল তার কালো চশমা ডায়রিতে হুংকার
এখন সেই ডায়রিটায় ধুলো পরে আছে
লেখা গুলো জমে আছে ডায়রির মাঝে
চশমাটা কোথায় নেই তার জানা
ডাস্টবিন হয়তোবা তার শেষ ঠিকানা
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
ভাঙ্গা চশমা আর ছেড়া ডায়রির
বন্ধুত্ব ছিল তাদের মাঝে খুব বেশি
সময় সুযোগ পেলেই করতো লিখালিখি
আজ অবহেলায় পরে আছে ডায়রিটা
ফুরিয়ে গেছে কলমের সব গুলো লেখা
আজ ভেঙ্গে পরে আছে সেই চশমাটা
দেখতে পায়না লেখা হয়না কোন কবিতা
বয়সটা আজ সত্তরের কোঠায় ছুই ছুই
হাতের দুর্বলতা বেড়ে গেছে অনেক আগেই
আগের মত নেই আর লেখার উন্মাদনা
চোখের দৃষ্টি ঝাপসা হয়েছে দেখতে পায়না
বয়স যখন ছিল তার বাইশের কোঠায়
অনবরত লিখে যেত অবিরাম নির্দিধায়
রাতের পর রাত জেগেছে চলেছে কলম তার
চোখে ছিল তার কালো চশমা ডায়রিতে হুংকার
এখন সেই ডায়রিটায় ধুলো পরে আছে
লেখা গুলো জমে আছে ডায়রির মাঝে
চশমাটা কোথায় নেই তার জানা
ডাস্টবিন হয়তোবা তার শেষ ঠিকানা
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অস্পষ্ট ছবি ১২/০৯/২০১৫nice..
-
দেবর্ষি সিংহ ১১/০৯/২০১৫Golpo besh bhalo.
-
রুহুল আমীন রৌদ্র. ০৮/০৯/২০১৫দারুন লাগলো কবিবন্ধু।
-
সমরেশ সুবোধ পড়্যা ০৮/০৯/২০১৫ভাল লাগল । লিখতে থাকুন এইভাবে। অভিনন্দন ও শুভেছ্ছা জানাই।
-
ইমরান কবির রুপম ০৮/০৯/২০১৫দারুন লিখেছেন
-
সাহিত্যের পোকা ০৬/০৯/২০১৫ভালো লেগেছে।