বাস্তবতার লড়াই
আমি গল্প লিখিনি লিখেছি বাস্তবতা
আমি স্বপ্ন দেখি দেখেছি মরীচিকা
হোঁচট খেয়েছি পরেছি মুখ থুবড়ে
আবার দাঁড়িয়েছি আমি নতুন করে
অচেনা পথে গুলকে করেছি আপন
দুস্বপ্ন গুলকে করেছি স্বপ্নতে রুপায়ন
তাই বলে হেরে যাবো এই রাজ পথে
নতুন করে ঘুরে দাড়াবো নতুন পৃথিবীতে
আধ পেটা খেয়ে আমি দিন কাটাতে রাজি
জীবনের এই চলার পথে ধরতে পারি বাজী
রিশকায় চলার অভ্যাস নেই বাসে ঝুলতে রাজী
তবুও এই কঠিন পথে দেব আমি পারি
কষ্ট কি দেখতে চাই করতে চাই উপলব্ধি
তারপরও সফলতার সাথে করতে চাই সন্ধি
দেখাতে আমিয় পারি দেখুক সবাই
আমায় নিয়ে করবে তখন গর্বের বড়াই
মানুষ হয়ে জন্মেছি আমি সৃষ্টির সেরা জীব
সফলতা নিয়ে ফিরতে চাই পরাজয়ের বিপরিত !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
আমি স্বপ্ন দেখি দেখেছি মরীচিকা
হোঁচট খেয়েছি পরেছি মুখ থুবড়ে
আবার দাঁড়িয়েছি আমি নতুন করে
অচেনা পথে গুলকে করেছি আপন
দুস্বপ্ন গুলকে করেছি স্বপ্নতে রুপায়ন
তাই বলে হেরে যাবো এই রাজ পথে
নতুন করে ঘুরে দাড়াবো নতুন পৃথিবীতে
আধ পেটা খেয়ে আমি দিন কাটাতে রাজি
জীবনের এই চলার পথে ধরতে পারি বাজী
রিশকায় চলার অভ্যাস নেই বাসে ঝুলতে রাজী
তবুও এই কঠিন পথে দেব আমি পারি
কষ্ট কি দেখতে চাই করতে চাই উপলব্ধি
তারপরও সফলতার সাথে করতে চাই সন্ধি
দেখাতে আমিয় পারি দেখুক সবাই
আমায় নিয়ে করবে তখন গর্বের বড়াই
মানুষ হয়ে জন্মেছি আমি সৃষ্টির সেরা জীব
সফলতা নিয়ে ফিরতে চাই পরাজয়ের বিপরিত !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ১০/০৯/২০১৫ভালো লাগছে
-
সমরেশ সুবোধ পড়্যা ০৮/০৯/২০১৫খুব ভাল লাগল ।
-
শ্রীতরুণ গিরি ০৬/০৯/২০১৫ভালো লাগল।
-
কষ্টের ফেরিওলা ০৩/০৯/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২৯/০৮/২০১৫শিরোনামটা বাংলা দেয়া যেতো না কবি
-
শান্তনু ব্যানার্জ্জী ২৯/০৮/২০১৫দারুন !! দাদা , খুব ভাল !!