গোধূলির শেষ বিকেল
গোধূলির এক শেষ বিকেল
তুমি আছো এক প্রান্তে দাড়িয়ে
আমি ভাবছি খোলা জানালা
এই বুঝি ছুঁয়ে দিলে হাত বাড়িয়ে
চায়ের কাপ হাতে অফিসের ব্যস্ততা
তবুও ভাবছি সময় পেলে তোমার কথা
টেবিলের ওপর ফাইল গুল অগোছালো
ভাবনায় যেন মন কোথায় ডুবে গেল
এখনো ভুলিনি তোমায় যত্নে মনে রেখেছি
ব্যস্ততা যতই তোমায় ভাবার সময় দিয়েছি
সন্ধ্যা হলে একলা ভাবি তোমার কথা খুব
এটাই যেন আমার কাছে বেঁচে থাকার সুখ
রাত হলে তাকিয়ে থাকি ওই তারার দিকে
সে যেন ভুলিয়ে রাখে আমার একাকীত্বকে
জোছনায় যখন ছেয়ে যায় আমার পুরো ছাদ
তোমার মুখটা ভেসে ওঠে এই মায়াবী রাত
কে বলেছে তুমি নেই আমার কাছে
এইতো ছায়া হয়ে আমার খুব পাশে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
Facebook ID : www.fb.com/rater.ratul
ইমেল : [email protected]
তুমি আছো এক প্রান্তে দাড়িয়ে
আমি ভাবছি খোলা জানালা
এই বুঝি ছুঁয়ে দিলে হাত বাড়িয়ে
চায়ের কাপ হাতে অফিসের ব্যস্ততা
তবুও ভাবছি সময় পেলে তোমার কথা
টেবিলের ওপর ফাইল গুল অগোছালো
ভাবনায় যেন মন কোথায় ডুবে গেল
এখনো ভুলিনি তোমায় যত্নে মনে রেখেছি
ব্যস্ততা যতই তোমায় ভাবার সময় দিয়েছি
সন্ধ্যা হলে একলা ভাবি তোমার কথা খুব
এটাই যেন আমার কাছে বেঁচে থাকার সুখ
রাত হলে তাকিয়ে থাকি ওই তারার দিকে
সে যেন ভুলিয়ে রাখে আমার একাকীত্বকে
জোছনায় যখন ছেয়ে যায় আমার পুরো ছাদ
তোমার মুখটা ভেসে ওঠে এই মায়াবী রাত
কে বলেছে তুমি নেই আমার কাছে
এইতো ছায়া হয়ে আমার খুব পাশে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
Facebook ID : www.fb.com/rater.ratul
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ০৫/০৯/২০১৫খুব ভাল লাগল কবি। শুভেচ্ছা আপনাকে।
-
রুহুল আমীন দুর্জয় ৩০/০৮/২০১৫Hurrah!very nice
-
মনিরুজ্জামান শুভ্র ২৫/০৮/২০১৫বাহ চমৎকার
-
সমরেশ সুবোধ পড়্যা ২৫/০৮/২০১৫খুব সুন্দর কবিতা।