ভুলে থাকার অভিনয়
তোকে করি ভুলে থাকার অভিনয়
জানি এটা আমার জন্য সহজ নয়
তুইও কি আছিস অভিনয় করে
রেখেছিস নিজেকে মিথ্যেতে ঘিরে
কেন পারিনা তোকে ভুলে যেতে
পারলে শিখিয়ে দে তুই আমাকে
তাহলে করবো ভুলে যাবার চেষ্টা
আর পারিনা অভিনয়ের এই কষ্টটা
তোকে যদি আমি ভুলে যেতে পারতাম
এই মনটা অন্য কার হাতে তুলে দিতাম
তোর ভাবনাই তো আমার পিছু ছাড়ে না
কি করে ভুলে থাকবো বল তোর কথা
তোকে ভুলে যেতে পারতাম খুব সহজে
আগেই ভুলে যেতাম নিজের মত করে
যতই করি তোকে ভুলে যাবার বাহানা
ততই আমায় ঘিরে ঘরে তোর ভাবনারা
শেষ কথাতে বলি তোকে যাবেনা ভোলা
তবুও করে যাবো ভোলার মিথ্যে বাহানা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
Facebook ID : www.fb.com/rater.ratul
ইমেল : [email protected]
জানি এটা আমার জন্য সহজ নয়
তুইও কি আছিস অভিনয় করে
রেখেছিস নিজেকে মিথ্যেতে ঘিরে
কেন পারিনা তোকে ভুলে যেতে
পারলে শিখিয়ে দে তুই আমাকে
তাহলে করবো ভুলে যাবার চেষ্টা
আর পারিনা অভিনয়ের এই কষ্টটা
তোকে যদি আমি ভুলে যেতে পারতাম
এই মনটা অন্য কার হাতে তুলে দিতাম
তোর ভাবনাই তো আমার পিছু ছাড়ে না
কি করে ভুলে থাকবো বল তোর কথা
তোকে ভুলে যেতে পারতাম খুব সহজে
আগেই ভুলে যেতাম নিজের মত করে
যতই করি তোকে ভুলে যাবার বাহানা
ততই আমায় ঘিরে ঘরে তোর ভাবনারা
শেষ কথাতে বলি তোকে যাবেনা ভোলা
তবুও করে যাবো ভোলার মিথ্যে বাহানা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
Facebook ID : www.fb.com/rater.ratul
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ২৭/০৮/২০১৫দারুণ
-
পিয়ালী দত্ত ২৬/০৮/২০১৫ভাল লাগল
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৬/০৮/২০১৫ভাল
-
সমরেশ সুবোধ পড়্যা ২৬/০৮/২০১৫সবই বাহানা।
ভালো লেখা। -
মোবারক হোসেন ২৬/০৮/২০১৫ভাল লাগলো।