বাস্তবতা
বাস্তবতা মানে কি
আমি বুঝতে শিখেছি
স্বার্থপরতা মানে কি
সেটাও বুঝে নিয়েছি
বাস্তবতা বড় কঠিন
মুখ থুবরে পরার মত
স্বার্থপরাতার এই দিন
বাড়ায় শুধু মনের ক্ষত
ভাল মানুষ হয়ে থাকা
এখন শুধু বোকামি
মুখোশ পরে করে সবাই
এখন শুধু নেকামি
মুখে এক মনে আরেক
এইতো হল আসল রুপ
বাস্তবতা মানে কি
বুঝে নিয়েছি আমি খুব
ঢিল মারলে পাটকেল আমি
মারতে শিখে গিয়েছি
বাস্তবতার সাথে লড়তে
আমি শিখে নিয়েছি !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
আমি বুঝতে শিখেছি
স্বার্থপরতা মানে কি
সেটাও বুঝে নিয়েছি
বাস্তবতা বড় কঠিন
মুখ থুবরে পরার মত
স্বার্থপরাতার এই দিন
বাড়ায় শুধু মনের ক্ষত
ভাল মানুষ হয়ে থাকা
এখন শুধু বোকামি
মুখোশ পরে করে সবাই
এখন শুধু নেকামি
মুখে এক মনে আরেক
এইতো হল আসল রুপ
বাস্তবতা মানে কি
বুঝে নিয়েছি আমি খুব
ঢিল মারলে পাটকেল আমি
মারতে শিখে গিয়েছি
বাস্তবতার সাথে লড়তে
আমি শিখে নিয়েছি !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ২২/০৯/২০১৫খু্ব ভালো লাগলো।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৫/০৮/২০১৫ভাল লাগল কবিতা ।
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৪/০৮/২০১৫বাস্তবতা সেম্পর্কে এক দারুন লেখা। বেশ
-
রইস উদ্দিন খান আকাশ ২৪/০৮/২০১৫বেশ সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২৩/০৮/২০১৫দারুন