মনের আয়না
আমার মনের আয়নাতে তাকিয়ে দেখ
দেখবে ভেসে আছে তোমারি ছবি
আমার দুটি চোখে চোখ রেখে দেখ
ভালবাসার কল্পনায় ডুবে যাবে তুমি
দেখেছি যখন তোমায় একটি পলক
সপে দিয়েছি আমার অবুঝ মন
ইচ্ছে হলেও সরাতে পারিনা তোমায়
মিশে রয়েছে আমার মাঝে সারাটিক্ষণ
এর নাম বুঝি ভালবাসা বুঝছে এই মন
খুঁজে নিয়েছে তুমি আমার প্রিয় আপনজন
সরাতে তুমি পারবে না এই মন থেকে মন
চাইলেই তুমি বুঝতে পারবে আমিও আপনজন
বিধির বিধানে মিলে গেছে দুটি মনের জুটি
থাকনা জড়িয়ে ভালবাসার এই খুনসুটি ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
দেখবে ভেসে আছে তোমারি ছবি
আমার দুটি চোখে চোখ রেখে দেখ
ভালবাসার কল্পনায় ডুবে যাবে তুমি
দেখেছি যখন তোমায় একটি পলক
সপে দিয়েছি আমার অবুঝ মন
ইচ্ছে হলেও সরাতে পারিনা তোমায়
মিশে রয়েছে আমার মাঝে সারাটিক্ষণ
এর নাম বুঝি ভালবাসা বুঝছে এই মন
খুঁজে নিয়েছে তুমি আমার প্রিয় আপনজন
সরাতে তুমি পারবে না এই মন থেকে মন
চাইলেই তুমি বুঝতে পারবে আমিও আপনজন
বিধির বিধানে মিলে গেছে দুটি মনের জুটি
থাকনা জড়িয়ে ভালবাসার এই খুনসুটি ।।
একজন কলম যোদ্ধা (রাতুল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ২০/০৮/২০১৫লেখনি দিনদিন ক্ষুরধার হচ্ছে। বেশ
-
জহরলাল মজুমদার ২০/০৮/২০১৫ভাল.......................।
-
সবুজ আহমেদ কক্স ২০/০৮/২০১৫ছন্দময় সুন্দর প্রয়াস
-
নাবিক ২০/০৮/২০১৫onnek valo laglo