চাহিদা
ছোট্ট একটা জীবন আমাদের
আর ছোট্ট জীবনের আমাদের কত চাহিদা
ভাত, কাপড়, বাসস্থান আর কত্ত কি ।।
গাড়ি লাগবে দামি
দামি বাড়িতে থাকতে হবে
দামি মোবাইল লাগবে তা ছাড়া জীবন চলতেই চায়না আমাদের তাইনা ??
সুকাল ৮টা ১০ মিনিট
মোবাইল বেজে উঠলো না ধরার সময় নেই
মাঝে কেটে গেল ১ ঘণ্টা ৩০ মিনিট ।।
সকাল ৯ টা ৪০ মিনিট
মোবাইল এস এম এস আসলো
এবার একটু হুস হল মোবাইলটা হাতে নিয়ে চোখ ছানাবড়া
ও মাই গদ আজকে তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে আমার ,,
তরিঘতি করে উঠলো ছেলে সোজা নিজের বিলাস বহুল ওয়াশ রুমে চলে গেল
কেটে গেল আর ২০ মিনিট
সকাল ১০ টা
বের হল ছেলেটা
সুন্দর জামা সুন্দর প্যান্ট পড়লো
পরার টেবিল থেকে কিছু বই আর একটা খাতা ব্যাগে ঢোকাল
এবার জাবার পালা ।।
যাবার আগে নিজের মানি ব্যাগটা চেক করল
তাতে দেখা জাচ্ছে বেশ কয়েকটা লাল এক হাজার টাকার নোট
হুম আজ বেশ ভালই চলে যাবে এতে ।।
বের হল বাসা থেকে ছেলে টা
বাসার নিছে নীচে নিজের দামী বাইকটা রাখা আছে
পকেট থেকে চাবিটা বের করলো বাইক চালু হল ।।
সলাক ১০ টা ২০ মিনিট
ছেলেটার ক্যাম্পাসের সামনে
বাইক পার্ক করা হল একটা টং দোকানের সামনে
হাতে এখন ১০ মিনিট সময় আছে ছেলেটার ।।
টং দোকানে যেয়ে একটা ছিগারেট ধরালো
দামী ব্রান্ড ছাড়া আমার খেতে পারেনা ছেলেটা ।।
ছিগারেট খাচ্ছে, তবে পুরটা শেষ করলো না
বেশ কিছুটা ফেলে দিল সেই দামী ব্রান্ডের ছিগারেট
সকাল ১০ টা ২৮ মিনিট
ছেলেটা ক্লাস এ ঢুকলো ২ মিনিট পরেই ক্লাস শুরু হবে ।।
চলবে .............................................
আর ছোট্ট জীবনের আমাদের কত চাহিদা
ভাত, কাপড়, বাসস্থান আর কত্ত কি ।।
গাড়ি লাগবে দামি
দামি বাড়িতে থাকতে হবে
দামি মোবাইল লাগবে তা ছাড়া জীবন চলতেই চায়না আমাদের তাইনা ??
সুকাল ৮টা ১০ মিনিট
মোবাইল বেজে উঠলো না ধরার সময় নেই
মাঝে কেটে গেল ১ ঘণ্টা ৩০ মিনিট ।।
সকাল ৯ টা ৪০ মিনিট
মোবাইল এস এম এস আসলো
এবার একটু হুস হল মোবাইলটা হাতে নিয়ে চোখ ছানাবড়া
ও মাই গদ আজকে তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে আমার ,,
তরিঘতি করে উঠলো ছেলে সোজা নিজের বিলাস বহুল ওয়াশ রুমে চলে গেল
কেটে গেল আর ২০ মিনিট
সকাল ১০ টা
বের হল ছেলেটা
সুন্দর জামা সুন্দর প্যান্ট পড়লো
পরার টেবিল থেকে কিছু বই আর একটা খাতা ব্যাগে ঢোকাল
এবার জাবার পালা ।।
যাবার আগে নিজের মানি ব্যাগটা চেক করল
তাতে দেখা জাচ্ছে বেশ কয়েকটা লাল এক হাজার টাকার নোট
হুম আজ বেশ ভালই চলে যাবে এতে ।।
বের হল বাসা থেকে ছেলে টা
বাসার নিছে নীচে নিজের দামী বাইকটা রাখা আছে
পকেট থেকে চাবিটা বের করলো বাইক চালু হল ।।
সলাক ১০ টা ২০ মিনিট
ছেলেটার ক্যাম্পাসের সামনে
বাইক পার্ক করা হল একটা টং দোকানের সামনে
হাতে এখন ১০ মিনিট সময় আছে ছেলেটার ।।
টং দোকানে যেয়ে একটা ছিগারেট ধরালো
দামী ব্রান্ড ছাড়া আমার খেতে পারেনা ছেলেটা ।।
ছিগারেট খাচ্ছে, তবে পুরটা শেষ করলো না
বেশ কিছুটা ফেলে দিল সেই দামী ব্রান্ডের ছিগারেট
সকাল ১০ টা ২৮ মিনিট
ছেলেটা ক্লাস এ ঢুকলো ২ মিনিট পরেই ক্লাস শুরু হবে ।।
চলবে .............................................
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ১৪/০৮/২০১৬চাহিদা আর চাহিদা
-
কল্লোল বেপারী ৩১/০৮/২০১৫ভালো লিখেছেন।ভালো থাকুন।
-
আবুল হাসান ২২/০৮/২০১৫বেশ লাগলো গল্পটি।
-
শান্তনু ব্যানার্জ্জী ১৭/০৮/২০১৫চাহিদার কোনও শেষ নেই , তাই অপেক্ষায় থাকবো।
-
রিয়েল আবদুল্লাহ ১৭/০৮/২০১৫ভাইয়া ছিগারেট=্সিগারেট । অনেক ভাল লাগলো
-
সাইদুর রহমান ১৬/০৮/২০১৫বেশ লাগলো গল্পটি।
-
সবুজ আহমেদ কক্স ১৬/০৮/২০১৫কিছু বানান দেখে নিন কবি যেমন ্য। সকাল)
-
নাবিক ১৬/০৮/২০১৫