জাতির পিতা তুমি
চোখে দেখিনি তোমাকে আমি
শুনেছি তোমার অনেক নাম
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু
লও আমার হাজার সালাম
শুনতে পারিনি তোমার ভাষণ
সাতই মার্চের বাঙ্গালির গর্জন
দেখিনি আমি তোমাকে চোখে
বুকের মাঝে ছবি রেখেছি এঁকে
দেখিনি আমি মুক্তিযুদ্ধ
দেখিনি আমি শহীদের রক্ত
তবে গল্প শুনেছি বাবার মুখে
শুনেছি ওই বীরাঙ্গনার আর্তনাথ
দিয়ে গেছ তুমি সোনার ভূমি
বাংলাদেশ তার নাম
তোমার কাছে বাঙ্গালি ঋণী
ভুলিনি তোমার রক্তের দাম
জাতির পিতা থাকবে বেঁচে
আমাদের কাছে আজীবন
শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়
আমাদের কাছে তুমি আমরন !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
শুনেছি তোমার অনেক নাম
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু
লও আমার হাজার সালাম
শুনতে পারিনি তোমার ভাষণ
সাতই মার্চের বাঙ্গালির গর্জন
দেখিনি আমি তোমাকে চোখে
বুকের মাঝে ছবি রেখেছি এঁকে
দেখিনি আমি মুক্তিযুদ্ধ
দেখিনি আমি শহীদের রক্ত
তবে গল্প শুনেছি বাবার মুখে
শুনেছি ওই বীরাঙ্গনার আর্তনাথ
দিয়ে গেছ তুমি সোনার ভূমি
বাংলাদেশ তার নাম
তোমার কাছে বাঙ্গালি ঋণী
ভুলিনি তোমার রক্তের দাম
জাতির পিতা থাকবে বেঁচে
আমাদের কাছে আজীবন
শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়
আমাদের কাছে তুমি আমরন !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/০৮/২০১৫চমৎকার কবিতা ...। জাতির পিতা কে নিয়ে এমন কবিতা পড়ে মন্টা ভরে গেল ... অনেক ভাল হয়েছে।
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/০৮/২০১৫বেশ সুন্দর
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৫/০৮/২০১৫অসম্ভব সুন্দর কবিতা। জাতির পিতাকে হাজারো সালাম।