লাল শাড়ী
লাল শাড়ীতে ঐ মেয়েটাকে
দেখেছি আমি যখন
বুকের মাঝে হৃদয়টা আমার
কেঁপে উঠেছে তখন
ইচ্ছে করে তাকিয়ে থাকি
আমি বাড়ে বাড়
মনের মাঝে প্রেম জেগেছে
মেয়েটাকে দেখে আবার
চোখ দুটো দেখে আমার
দৃষ্টি আটকে যায়
মনের মাঝে প্রেমের বৃস্টি
আমার ঝরতে চায়
ওগো বালিকা এতো রুপ
কোথায় পেলে বলো
লাল শাড়ীতে তোমায়
এতো ভালো লাগে কেন
বিধাতা তোমার কাছে
লাখ শুকরিয়া জানাই
মেয়েটার ঐ রুপ দেখে
হুঁশ যেন না হারাই !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail
দেখেছি আমি যখন
বুকের মাঝে হৃদয়টা আমার
কেঁপে উঠেছে তখন
ইচ্ছে করে তাকিয়ে থাকি
আমি বাড়ে বাড়
মনের মাঝে প্রেম জেগেছে
মেয়েটাকে দেখে আবার
চোখ দুটো দেখে আমার
দৃষ্টি আটকে যায়
মনের মাঝে প্রেমের বৃস্টি
আমার ঝরতে চায়
ওগো বালিকা এতো রুপ
কোথায় পেলে বলো
লাল শাড়ীতে তোমায়
এতো ভালো লাগে কেন
বিধাতা তোমার কাছে
লাখ শুকরিয়া জানাই
মেয়েটার ঐ রুপ দেখে
হুঁশ যেন না হারাই !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ১২/০৮/২০১৫লাল দেখে লাইফের না আবার লাল বাত্তি জ্বলে যায়। ভালো লাগলো
-
মোবারক হোসেন ১১/০৮/২০১৫লাল সব সময় বিপদ জনক। তাও আবার নারী! ফাগুনে
তো আগুন লাগবেই! ধন্যবাদ কবি। -
আসগার এইচ পারভেজ ১০/০৮/২০১৫দেখতে সমস্যা নেই, হুঁশ না হারালেই হল......
-
মিজান রহমান ০৯/০৮/২০১৫হুম্ম
-
মোঃ নাজমুল হাসান ০৮/০৮/২০১৫সুন্দর...।
-
আবুল হাসান ০৮/০৮/২০১৫বেস ভাল
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৮/০৮/২০১৫রাল শড়ীর মেয়েটিকে দেখেত ইচ্ছে করছে বেশ ভাল লেগেছে কবি বন্ধু।
-
মোঃ আতাউর রহমান ০৭/০৮/২০১৫সুন্দর!
-
জহরলাল মজুমদার ০৭/০৮/২০১৫পরলাম
-
সমরেশ সুবোধ পড়্যা ০৭/০৮/২০১৫বেশ সুন্দর !